কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

দেবযানী কর সিনহা

মুখ 

গ্রিক পুরুষের গালে কালি  
তাকে বিদ্রুপ করছে প্রান্তের সভাসদ, একটু আসতে দেরি হয়েছে তার মাঝরাতে ফিরে আসবার গাড়ি ছিল না!   
বেঘোরে বিভক্ত হলো জাতি, 
ঘরের ফার্নিচার দেখা গেছে যতটুকু, ততটুকু দেখার  বিচার করবে কে, গ্রহযোগে  কে ছাড়া পায়? 


বন্ধুতা    
    
মাথা গুঁজে বন্ধুতা লিখি  
চারআনা, আটআনা, সস্তা গহনা 
সালংকৃত শরীর বুদ্ধি করে ওগুলো গোপন রাখছে 
বাতিদানে পাথর ছুঁড়লে, ঝনঝন করে বুক তবু ঝড় উঠুক, খসে যাবে তিল আরো কিছু...  
কালগ্রাসে রমণী স্মৃতি ওড়ে 
মাথা তুলে বারবার বলি সস্তায় 
সব অঙ্গ সঠিক সঞ্চালনা করেছি। 

ধারণ 
 
ঈশ্বরের প্রকৃত কোনো নাম নেই,
কাচে আলো পিছলালে উছলায় বিধি 
তোমাকে বিদ্রুপ করি 
তুমি অপর প্রাসাদের আসবাব সামলাও
তোমাকে তৃষ্ণায় ডাকি
কে আপন স্বভাববশত পিতৃত্বহীন,
যাকে মেশানো অসহজ দ্রাঘিমারেখায় 
ঋণ যখন সর্বশ্রেষ্ঠ গভীর 
বাদ প্রবাদের পেছনে শঠতাও যে ভ্রান্তি!

            


1 কমেন্টস্: