কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

অনিন্দিতা ভৌমিক

থ্রেশহোল্ড


()

আর বাতাস ফিরছে সকালের কাছে

পরিচিত কোনও দুঃখ নেই এখানে
বাকিটা পথ শেকড় ধরে নামা

নিরিবিলি এক নদীর খোঁজে
হেঁটে যাওয়া এতটা কুয়াশা

কিছুটা পাহাড় দেখার আগেই
দূরত্বের ভেতর
আয়ু রেখে দিলে তুমি

এখন বৃষ্টি

অথচ বহুবার মুখোমুখি দুজন
সরে সরে যাচ্ছি
নিপুণ ছুঁয়ে থাকছি
দুচার ফোঁটা ঋতুমতী নিশ্বাসে


()

শুধু তুমিই নিভৃতি হও

অথবা ওপারের ফাঁকা মাঠ আর
শীতকাল ফিরছে দরজায়

সন্ধ্যের কোনও অবসাদ নেই
যাতায়াত নেমে আসে পুরনো জুতোর কাছে

এই তো একমুঠো ছুঁয়ে যাওয়া

কতদিন কতদিন মুছে থাকা ঠোঁট চেপে

নিঃস্ব এই জন্মের কাছে ফিরে এলে
দুটো বাতাসা
আর একটু স্নেহের জল দিও


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন