কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

সুজিত মান্না

জীবনযোগ

জানালার পাশে বিশ্রাম পাওয়া মাঠটার দৃষ্টি লেগে আছে পূর্বের দিগন্তপারে৷ অন্ধকারে মিশে থাকা প্রতিটা বিন্দু রেখা মেতে রয়েছে আলো খোঁজায়৷ ডামাডোলের শব্দ ভেসে আসছে ওপারের বস্তি থেকে৷ বয়ে যাওয়া ড্রেনের জলের শব্দ আর কচুরি পানার নড়ন চড়ন ঘটে চলেছে বারবার৷ সময়ের বেড়াজাল নেই৷ তাই অস্থিরতা মলিন হয়ে গেছে৷ এসব জুড়েও লেগে আছে শৈশবের ভালোবাসা৷ লালবাতি সময়ের ডাকে ছুটে চলেছে রাস্তায়৷ জীবনের খোঁজে জীবনের প্রয়োজনে...


হারমোনিয়ামের তালে

পাশের বাড়িতে হারমোনিয়ামের তালে তালে গোলাপী ঠোঁটগুলো নড়েই চলেছে৷ বাইরে শুরু হয়েছে জোনাকির খেলা৷ দ্বিমুখী শব্দের সাথে আলোর নড়ন চড়ন বেশ উপভোগ করার যোগ্য৷ আমার গানপাগল মাথা হয়তো খিদে ভুলে গেছে৷ ভুলে গেছে শব্দদের৷ চারপাশে একাধিক শব্দরা ভেসে বেড়াচ্ছে আমার অজান্তে৷ কবিতা লিখতে বসে এখন শুধুই একাধিক পথ খোঁজা৷


শব্দের ব্যস্ততা

ধূসর বিছানায় লেগে থাকে আমার বিবর্ণ দিনের চাঁদ৷ মাথার ওপর ঘুরতে থাকা ত্রিকো মানবের শব্দে ঘরময় শব্দের মেলা৷ তবুও এসবের মাঝে শুধু স্বরধ্বনির খোঁজাখুঁজি৷ বাইরের বিফলতা চিনতে পারছে না ভিতরের ব্যস্ততাকে৷ ভিতর জুড়ে এখন শুধুই মানব মানবীর খেলা৷ বন্য খেলায় মিশে যাচ্ছে স্বরধ্বনি বারবা

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন