কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

পাপড়ি গুহ নিয়োগী

নাম

ক্রমশ শূন্যের পেটে ঢুকে পড়ছি
গভীর নির্ভুল অন্ধকার ঠিকানায়

একবার শূন্যতাগুলোকে স্পর্শ করো
তোমার হারিয়ে যাওয়া আকাশকে

যদিও তোমার চারপাশে  বহিরগত
তবুও ভেতরে ক্রমশ গলে যাচ্ছে বরফ

শূন্যতা আর দীর্ঘশ্বাস
এখন
তোমার, আমার নাম 


শকুন

আমি ও অশ্বথ্থ দিব্যি তো আছি
কয়েক মাইল দূরে শুধু কথা... উৎসব
হ্লাদের ডাকগুলো বুড়ো হয়
ভারী হয় নিশ্বাস, দীর্ঘ

তারপর
গভীর ঘুমের মধ্যে দেখি
শত লোভী চোখ, খোঁজে
শকুন
আমারই শবদেহ 


কান্না

কান্না ঢুকে পড়েছে, ক্যালেণ্ডার
হয়ে উঠেছে ডাইনির বিছানা

আমি আর কান্না আজ ঘুমিয়ে পড়ব
ক্ষমা জানি না
যে আছে পেণ্ডুলামের, জলসায়  


2 কমেন্টস্: