কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

<<< কবিতার কালিমাটি / ২৬ >>>

কবিতার কালিমাটি / ২৬

কবিতা লিখেছেন সমীর রায়চৌধুরী, ভূমেন্দ্র গুহ, বারীন ঘোষাল, আবু সাঈদ ওবায়দুল্লাহ, সোনালি বেগম, কাজল সেন, অনুপম মুখোপাধ্যায়, সুমিতরঞ্জন দাস, অথির শেরপা, লিপিকা ঘোষ, অমিতাভ মৈত্র, রঞ্জন মৈত্র, ধীমান চক্রবর্তী, সাজ্জাদ সাঈফ, সাঁঝবাতি, স্বপন রায়, অলোক বিশ্বাস, উমাপদ কর, প্রণব বসুরায়, কচি রেজা, তন্ময় ভট্টাচার্য, কিরীটি সেনগুপ্ত, সুবীর সরকার, অজিত দাশ, ঊষসী ভট্টাচার্য, খালেদ চৌধুরী, দেবরাজ চক্রবর্তী, ইন্দ্রাণী সরকার, দেবযানী বসু এবং দীপঙ্কর বরাট।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন