কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

২৫ ঊষসী ভট্টাচার্য

মোহনা ছাড়িয়ে
ঊষসী ভট্টাচার্য



সেদিন যখন আমরা দুজন গভীর দেহে যেতাম,
একটা দুটো ইচ্ছেপরী, নীল শামুকে গা ঢেকেছে
রোদ মেখেছে যখন ফড়িং
আমরা তখন দুই বুকেতে সোঁদা গন্ধ পেতাম
আমরা যখন গভীর দেহে যেতাম।

আমরা যখন হাত ধরেছি, কান পেতেছি বুকে
একটা মরচে ধরা জংলা পাতা
লালচে হলো, খোলস পেলো
কান্না মোছার আলতো নরম সুখে
আমরা যখন কান পেতেছি বুকে।

আমরা যখন পথ চলেছি, গান ধরেছি প্রেমে
একটা কোকিল ঘর বেঁধেছে, পালটে গেছে
পালটে যাওয়ার মানে
শুকনো পথে বৃষ্টি এলো নেমে
আমরা যখন গান ধরেছি প্রেমে।

আমরা যখন বাঁক খুঁজেছি, পথ করেছি ভিন্ন
একটা বুকে মোচড় লাগে,
বারুদ বাষ্পে আকাশটা হয়
ভীষণ রকম ঘৃণ্য,
আমরা যখন পথ করেছি ভিন্ন।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন