তেষ্টা
অনুপম মুখোপাধ্যায়
কাচের গেলাসটা ছেড়ে দিলাম হাত থেকে। মেঝে লাফিয়ে উঠল। জলমেশানো কা চ ভা ঙা র শ ব্দ... জানালা ফুঁড়ে ঢুকে এসেছে ক্যাম্বিসের বল।
ধরে নিই, জানালাটা দিব্যি আছে। ভাঙেনি। খেলাও জারি আছে। ভাঙেনি।
এই সব চাহিদা। মেটানোর মতো নয়।
কাচের নামে... বেদনা। কাঠের নামে... প্রেম। বৃষ্টির নামে... তোমার ওই মুখ।
তেষ্টার হোক একটু
আগ্রহ এবার
অনুপম মুখোপাধ্যায়
কাচের গেলাসটা ছেড়ে দিলাম হাত থেকে। মেঝে লাফিয়ে উঠল। জলমেশানো কা চ ভা ঙা র শ ব্দ... জানালা ফুঁড়ে ঢুকে এসেছে ক্যাম্বিসের বল।
ধরে নিই, জানালাটা দিব্যি আছে। ভাঙেনি। খেলাও জারি আছে। ভাঙেনি।
এই সব চাহিদা। মেটানোর মতো নয়।
কাচের নামে... বেদনা। কাঠের নামে... প্রেম। বৃষ্টির নামে... তোমার ওই মুখ।
তেষ্টার হোক একটু
আগ্রহ এবার
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন