বিদেশি কবিতার দিকে তাকিয়ে
আবু সাঈদ ওবায়দুল্লাহ
ঝুলন্ত এই ভাইন ট্রির দিকে
একটি অবসর একটি ভীরু চোখ।
থোকা থোকা আঙুর ফলে
ছেলেমেয়েদের হাসিস আর হানিমুন।
ভাষার এই নকটার্ন জাগিয়ে তোলে
ঘুমন্ত ঘরছাড়াদের।
গ্লাইডিং
সুইমিং এক একটি স্ফুর্তিরেখা
হাওয়া আর সাওয়ারে আনছে
ঠাণ্ডা বিয়ারের স্টোরেজ।
পোড়া বাদামী কফির যোনিগন্ধ
আগুন লাগায় হিম পাতাল দমকলে।
যারা লিখছে তারাও বে-ভিউ খেলছে
হাতের মিনিজাল থেকে কবে সটকে পড়ছে
সোনালি ডানার স্যালমন!
সেইদিকে হারানো ট্যুরিস্টের মতো
তাকিয়ে আছে মৃদু বাংলা।
হাতে পালকি -- হাতে শীতভোরের
নৌকা এসে থামছে লাইব্রেরির ক্যাটালগে।
আবু সাঈদ ওবায়দুল্লাহ
ঝুলন্ত এই ভাইন ট্রির দিকে
একটি অবসর একটি ভীরু চোখ।
থোকা থোকা আঙুর ফলে
ছেলেমেয়েদের হাসিস আর হানিমুন।
ভাষার এই নকটার্ন জাগিয়ে তোলে
ঘুমন্ত ঘরছাড়াদের।
গ্লাইডিং
সুইমিং এক একটি স্ফুর্তিরেখা
হাওয়া আর সাওয়ারে আনছে
ঠাণ্ডা বিয়ারের স্টোরেজ।
পোড়া বাদামী কফির যোনিগন্ধ
আগুন লাগায় হিম পাতাল দমকলে।
যারা লিখছে তারাও বে-ভিউ খেলছে
হাতের মিনিজাল থেকে কবে সটকে পড়ছে
সোনালি ডানার স্যালমন!
সেইদিকে হারানো ট্যুরিস্টের মতো
তাকিয়ে আছে মৃদু বাংলা।
হাতে পালকি -- হাতে শীতভোরের
নৌকা এসে থামছে লাইব্রেরির ক্যাটালগে।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন