কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

১৩ অরুণাভ ঘোষ

রাই জাগে
অরুণাভ ঘোষ


প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই রাই-য়ের মন খারাপ হয়ে যায়। মনে হয় যদি আজকের দিনটা একটু অন্যরকম হতো! যদি সকালে চোখ খুলেই প্রিয় মানুষটাকে পাশে দেখতে পেত! একটু খুনসুটি করার লোভ কি সে সামলাতে পারত!



রাই-য়ের সকাল কাটে রুটিন কাজে। ইচ্ছে হয়, সাহসে কুলায় না, ফোনের বোতামে চেনা নাম্বারটা টিপতে। হাজার বন্ধুর হাজারটা এস এম এস আসে। আর আসে একগাদা ক্লান্তিকর কল। রাই-য়ের মন বাঁধা থাকে একটা বিশেষ রিংটোনে। সকাল গড়িয়ে দুপুর। দুপুর থেকে বিষণ্ণ বিকেল। রিংটোনের অপেক্ষায় সূর্য পূর্ব থেকে পশ্চিমে ঢলে।



সন্ধ্যাবেলা রাই বসে গুচ্ছ কবিতা চারদিকে ছড়িয়ে। কখনো পড়ে, কখনো লেখে। টুকরো কাগজে জমে ওঠে আবেগ, অভিমান, আদর, বিষাদ। সন্ধ্যা গড়ায় রাতের গভীরে। গভীর উৎকন্ঠায় প্রতীক্ষা করে রাই। ভীষণ পছন্দের লোকটা পৃথিবীর সব কাজ সামলে ঠিক রাত বারোটায় ফোন করে। রাই জেগে থাকে। রাই জাগে প্রতিদিন!


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন