কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

০৯ অথির শেরপা

আশ্চর্য এক বেদনা
অথির শেরপা



আশ্চর্য এক বেদনার সঙ্গে প্রতিশ্রুত আমি, মৃত্যু থেকে অবসর নিয়ে
আবার মৃত্যুর দিকেই বাড়িয়ে রেখেছি দীর্ঘ হাত...
হঠাৎ থেমে যাবে জানি পায়ে বাজা ঝিঁঝিঁর সেতার। হাতের জ্বলন্ত
সিগারেট আর তীব্র নীল শরৎকালের আকাশ জানে একটি অসমাপ্ত
জীবনের পান্ডুলিপি পড়ে আছে কোথাও –- মধ্যমণি হয়ে আছে নিঃসঙ্গ
টাওয়ার! আমি জানি টাওয়ারের মৌন অভিজ্ঞান
পৃথিবীতে বেঁচে থাকার শ্রেষ্ঠ দিনগুলোও একসময় আপেক্ষিক হয়ে
ওঠে

প্রেম তো শীতের কোকিল –- কুয়াশার হাওয়াই মিঠাইয়ে
থাকে লুকিয়ে... আর দ্রোহ বাঘ তথা হলুদ তুফান
মৃত্যুকে সম্পাদনা করে রেখে যাব আমি দুটি জ্বলজ্বলে চোখ
তাকিয়ে থাকবে যারা প্রেম ও দ্রোহের আকুতি নিয়ে...

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন