কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

১৭ অলোক বিশ্বাস

অতনুর নামগন্ধ
অলোক বিশ্বাস



হায়হায় : সন্ত্রাস দিয়েছে যে জল, সেই জল স্বাভাবিক নয়... সেই জলে ডুবে কারা পাথর তুলেছে আর ভুলে গেছে তাহাদের আশ্রম যারা সজনে ডাঁটার চচ্চড়ি খাইয়েছিল... ভোলার কথা নয় যারা ছানার মালপো খাইয়েছিল আর ব্যাকুলতায় জাগিয়ে দিয়েছিল রৌদ্ররসের পিপাসা... হু হু করে সন্ত্রাস ঢোকার পর আমাদের বড়বেলাগুলো উলটেপালটে গেল... পরিস্রুত জলও স্বাভাবিক বলে মেনে নিতে খুব সন্দেহ হয়


বলা : আমি আর ইঞ্জেক্সন নেবো না... শাকপাতা খেয়ে যাবো... শাকপাতা খেতে খেতে বিষাদ পাল্টে কল্পনাজ্বর বালক হয়ে যাবে... উপমায় দুঃখ বেশি বললে হৃদয় হাল্কা তো হয়ই না, বরং ওভেন ধরাতে গিয়ে আঙুল পুড়ে যায়... আমি চাই না ডাক্তার খুঁটিয়ে প্রশ্ন করুক, যা বলার নিজেই বলবো... কমিয়ে বলব যাতে খাদ্য তালিকায় ডাক্তারের হাত বেশি না পড়ে... মাত্র একটু মিথ্যার যদি প্রতিধ্বনি বজায় থাকে বললে ক্ষতি কি ভাষাতীত সঙ্গীতের




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন