কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

মঙ্গলবার, ১৪ মে, ২০১৩

২৮ ইন্দ্রাণী সরকার

পরাকাষ্ঠা
ইন্দ্রাণী সরকার



নক্ষত্রবীথির নীলিমা থেকে আজ
খুঁজে এনেছি রত্নহার, যদিও তা
অতি নগন্য তোমার এই অভিনব
ঐশ্বর্য্যের মৃগনাভি পরাকাষ্ঠায়।
সাগর সেঁচে ডুবুরি মুক্তো কিছু
তুলে এনে রেখেছি ধুলোমাটিতে
যত্ন করে তোমার আকাশ ছোঁয়া
প্রাসাদ সাজাবো বলে এই প্রজন্মে।
কুঁড়েঘরের দুয়োরানী আমার কি
সম্পদ তোমার রাজকোষ ভরাতে
মুর্খ আমি, যে শূন্যতায় আমাদের
সম্পর্ক সূচনা সেখানে প্রত্যাবর্তনের
অহর্নিশ চেষ্টায় দুর্বিষহ জীবন কাটে।
অত:পর মেঘের বালিশে মাথা রেখে
গভীর কোনো সুষুপ্তিতে স্বাতী নক্ষত্রে
মিলিত হই শুকতারাকে সঙ্গী করে।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন