কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

সোমবার, ১৯ জুন, ২০২৩

জয়া ঘটক

 

কবিতার কালিমাটি ১২৯


ভালোবাসার রঙ

 

পলাশের রঙ লাগে যেন প্রাণে।

শরীর তো শেষ হবে যে কোনো

ক্ষণে। ভালোবাসি তাই মনে মনে!

অরণ্যের মর্মরে খুঁজে নিও মোরে।

 

গাছজীবন

 

ক্ষুদ্র ও তুচ্ছ ভেবো না

আকাশ ছোঁয়ার ক্ষমতা

রাখি! যদি চাই এক নিমিষে

জীবনের ছবি পালটে দিতে পারি

 

পদানত যদি করতে চাও তাহলে

ছোবল দেবারও ক্ষমতা রাখি!

 

যাত্রা

 

কাকে খুঁজে ফিরি? কী খুঁজে মরি? কপালে আলতো চুমু আর তোকে!

আগে চাঁদ ডাকতো... আয় আয়।

"এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে / চিতাকাঠ ডাকে আয় আয়"।

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন