প্রতিবেশী সাহিত্য
রবার্ট ফ্রস্ট-এর কবিতা
(অনুবাদ : বাণী চক্রবর্তী)
Acquainted with the night (রাতের সাথে)
আমিই একজন যে কিনা রাতের সাথে অভ্যস্ত।
বৃষ্টিতে হাঁটি আবার বৃষ্টিতেই ফিরি...
পেরিয়ে চলে যাই
দূরতম নগরীর উন্মেষ!
দেখতে পাই নগরীর বিষণ্ণতম পথ।
আমাকে অতিক্রম করে যায়
নৈশ-প্রহরীর পদধ্বনি,
আমি চোখ বন্ধ করি, কিছু বলতে চাই
না।
থমকে দাঁড়াই... পদশব্দও থেমে যায়
যখন দূরবর্তী কোনো বাড়ি থেকে
ভেসে আসে কান্নার ধ্বনি।
আমাকে কেউ ডেকে নেয় না
অথবা গুডবাইও বলে না।
এক অপার্থিব উঁচুতে
দৃষ্টান্তমূলক ঘড়ির মতো
আকাশ ছাড়িয়ে যেন ঘোষণা করি...
সময়টা ঠিক নয়, ভুলও নয়।
আমি রাতের সাথে
অভ্যস্ত হয়ে গেছি!
Carpe Diem (বর্তমানে থাকো)
প্রাক্ সন্ধ্যার আলোয়...
সময় দুজন শান্ত শিশুকে দেখেছিলো।
সে জানে না কোথায় বাড়ি, গ্রামের বাইরে
অথবা গীর্জার ঘন্টা-ধ্বনি থেকে দূরে।
যদিও তারা অপরিচিত
সে অপেক্ষা করছিলো যতক্ষণ না তারা
শ্রবণসীমার বাইরে চলে যায়!
তাদের সুখী দেখাচ্ছিলো...
প্রাচীন বাণী... "সুখে থাকো,
সুখে থাকো, সুখে থাকো এবং
আনন্দের দিন কেড়ে নাও"
সময়ের সারমর্ম সময়!
সময় যা কবিতায় মুদ্রিত থাকে
তার সংগৃহীত গোলাপগুচ্ছ
সাবধান করে দেয় প্রেমিকদের...
মাত্রা ছাড়িয়ে প্লাবিত না হতে!
আনন্দের সাথে সুখের সাথে প্রেম
অনুভব করো... যদিও জানি না তারা
মানবে কী মানবে না!
কিন্তু জীবন কী বর্তমানকে ধরে রাখতে
পারে?
সে যে বর্তমানে কম আর ভবিষ্যতে বেশি
থাকে!
এবং একসাথে অতীতেও কম থাকে।
বর্তমান খুব বেশি অনুভব করার জন্য
বড্ড ভারাক্রান্ত, বড্ড দ্বিধাগ্রস্ত
কল্পনার জন্যও বড় বেশি বর্তমান!
Fire and Ice (আগুন এবং বরফ)
কেউ বলে পৃথিবী
আগুনে পুড়ে শেষ হবে
কেউ বলে বরফের নিচে চাপা পড়ে!
আমার ইচ্ছেতে মনে হয়...
আগুনে শেষ হলেই ভালো।
কিন্তু পৃথিবী যদি দ্বিতীয়বার
ধ্বংস হ'তে চায়?
তাহলে অপছন্দের সাথেই বলবো
বরফই উপযুক্ত এবং পর্যাপ্ত হবে
নিঃশেষ হওয়ার জন্য!
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন