কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

বোধিসত্ত্ব

 

প্রতিবেশী সাহিত্য

 

বোধিসত্ত্ব’র কবিতা               

                        

(অনুবাদ : মিতা দাশ)




কবি পরিচিতিঃ জন্ম: ১১ ডিসেম্বর ১৯৬৮, জন্মস্থান: ভিখারী রামপুরা, ভাদোহি, উত্তর প্রদেশ। কবিতা সংকলন: সির্ফ কবি নাহি, হম জো নদিয়োন কা সংগম হায়, দুঃখতন্ত্র, খতম নহি হোতি বাত। সম্মান: ভারত ভূষণ অগ্রবাল সম্মান ১৯৯৯, সংস্কৃতি সম্মান ২০০০, গিরিজাকুমার মাথুর সম্মান ২০০০, হেমন্ত স্মৃতি সম্মান ২০০১, ফারাক সম্মান ২০১৩, শমসের সম্মান ২০১৫। ধারাবাহিক টিভি সিরিয়াল-এ স্ক্রিপ্ট রাইটিং: মহারথী কর্ণ, ক্রান্তি, আম্রপালি, যোদ্ধা আকবর, দেবো কে দেব মহাদেব, মহাবলী হনুমান। ফিল্ম স্ক্রিপ্ট: শিখর ২০০৫, ধর্ম  ২০০৬।   

 

ফেলে দেয়া মুছে দেয়া

                     

আমাকে ফেলে দেয়া খুব সহজ

এতোই সহজ যে একটি ডাল থেকে পাতা ঝরে পড়া

অথবা চোখ থেকে একটি জলের ফোঁটা মুছে ফেলা

 

কিন্তু আমায় মুছে ফেলা ততোটাই কঠিন

যতটা পাতার হৃদয় থেকে ডালের সবুজকে মুছে ফেলে দেয়া

অথবা চোখের জলের স্মৃতি থেকে চোখের পাতা মুছে দেয়া।

 

নারীকে দেখা

                      

দূর থেকে গাছ দেখা যায়

পাতাও না, ফলও না।

 

কাছ থেকে ডালপালা দেখা যায়

ধুলো ধুলোময়, সাজে।

 

একটি নারী দেখা যা য়না কোনো জায়গা থেকে

না দূর থেকে, না কাছ থেকে।

 

ওকে চিতায়

পোড়াও আর দেখো

তখনও দেখা যায় না।

 

নারীকে দেখা এতো সহজ নয়

যতটা তারা দেখা বা

খাঁচা দেখা।।

 

এই একটি পেরেক তোমায় মোবারাক

 

এই একটি পেরেক তোমায় মোবারাক!

একটি পেরেক গান্ধীর বুকে, অভিনন্দন!

একটি পেরেক রামের কপালে অভিনন্দন!

 

একটি পেরেক বুদ্ধের কন্ঠে

একটি পেরেক কৃষ্ণের পায়ের তলায়

একটি পেরেক আম্বেডকরের পিঠে  

একটি পেরেক যীশুর হাতের তালুতে

একটি পেরেক মোহাম্মদের কব্জিতে

একটি পেরেক নানকের হাঁটুতে, অভিনন্দন!

 

একটি পেরেক ভারত মায়ের চোখে

একটি পেরেক নেহরুর কানের পেছনে

একটি পেরেক সুভাষের কাঁধে

একটি পেরেক প্যাটেলের পেটে

একটি পেরেক বিবেকানন্দের বাণীতে

একটি পেরেক ভগত সিংহের নাড়িতে, অভিনন্দন!

 

একটি পেরেক আকবরের নাসারন্ধ্রে

একটি পেরেক রানা প্রতাপের নখে

একটি পেরেক পরমহংসের ঘাড়ে  

একটি পেরেক মা সারদার কপালে

শ্রদ্ধা সহ সমর্পিত!

 

একটি পেরেক সাবিত্রী ফুলের মাথার খুলিতে

একটি পেরেক ঝাঁসির রানীর শিরদাঁড়ার হাড়ে!

 

একটি পেরেক আমার অন্ত্রে

একটি পেরেক তোমার জিভে

একটি পেরেক সংবিধানের পাতায়

একটি পেরেক নতুন সকালের দৃষ্টিতে, অভিনন্দন!    

 

একটি পেরেক আমাদের ভাতের গ্রাসে

একটি পেরেক ভীষ্মের ঠিকানায়, সপ্রেম সমর্পিত

 

একটি পেরেক আমরা সবাই যেন পাই

একটি পেরেক আমাদের বুকে আগুনের মত জলে উঠুক!

 


3 কমেন্টস্:

  1. খুব সুন্দর কবিতা গুলো। অনুবাদক কে অজস্র শুভেচ্ছা ও ধন্যবাদ বোধিসত্ত্ব জী কে বাংলা পাঠক দের কাছে পৌছিয়ে দেবার জন্য। নীলম শর্মা অংশু।

    উত্তরমুছুন
  2. বাহ্ দারুণ অনুবাদ। খুব সুন্দর কবিতা গুলো। ভাল লাগল। অসাধারণ বর্ণনা করেছেন প্রিয় কবি। অজস্র শুভেচ্ছা ও ধন্যবাদ।
    বিজয় শংকর পান্ডেয়

    উত্তরমুছুন