কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

গাজী নিষাদ

 

কবিতার কালিমাটি ১০৫


তাকে ভালোবাসো

 

তাকে ভালোবাসো - যার সঙ্গে কথা বলে তুমি কখনো ক্লান্ত হবে না

রয়ে যাবে বেদনা, কেন আরো কিছু কাল আরো গভীর কিছু কথা আর বলতে পারলে না

তাকে সঙ্গী করো - যার সঙ্গে হাঁটলে প্রাচীন পথকেও তোমার মনে হবে খুব ছোট, ক্ষুদ্র ও সামান্য

রয়ে যাবে একাকীত্ব, কেন আরো অযুত রাত্রিদিন তোমরা একসঙ্গে একই পথে আর হাঁটতে পারলে না

তাকে চুম্বন করো - যার সঙ্গে তোমার প্রতিটি যৌথ চুম্বনই হবে এক-একটা স্বতন্ত্র শীতকাল

রয়ে যাবে বাসনা, কেন জাগরিত সকল মুহূর্ত তার সঙ্গে এ জীবন চুম্বনে-চুম্বনে কাটিয়ে যেতে পারলে না

তাকে অভিসারে করো - যার সঙ্গে অভিসারে তোমার পৃথিবী যাবে থেমে, স্থির ও স্তব্ধ

রয়ে যাবে নিঃসীম ব্যথা, কেন সমগ্র যৌবনকাল পৃথিবীতে তোমাদের প্রার্থিত সঙ্গম হলো না

তার থেকে বিচ্ছেদ নাও - যার সঙ্গে বিচ্ছেদে তোমার মৃত্যু হবে বহু বছরে ধুঁকেধুঁকে

রয়ে যাবে অন্তর্দাহ, তোমাদের প্রথম মিলনের শেষে, কেন সে তোমাকে গলা টিপে হত্যা করলো না

 

যবন

 

আমি চাই নেশাবিহীন আনন্দ, কোনো ওষুধ নয়, কাব্য নয়,

গোপন প্রেয়সীর অক্ষয় প্রতিশ্রুতি নয়, অশ্রু নয় - যা ভঙ্গুর

সেই আরক, আমি আর ছুঁয়েও দেখতে চাই না,

ক্ষণিকের টালমাটাল, মৃত্যুর অপেক্ষায় থাকা জীবন, জীবনতম

অক্ষয় সিঁদুরের দিব্যি, নেশাগ্রস্ততার সব সীমা আমি লঙ্ঘন করেছি,

আর কিছুই কাজ করে না বোদলেয়ার

তোমার প্রস্তাবিত ওই মদ, কবিতা ও ধর্ম, আমি বমি করে ফেলে দিয়েছি

আমি চাই নেশাবিহীন সাবলীলতা, পাখি উড়ে যাবে পৃথিবী ছেড়ে নক্ষত্রলোকে

মন্ত্রপূত জল নয়, উষ্ণ চুম্বন, গভীর আশ্বাস নয় যা মিথ্যা,

বরং বিশুদ্ধ ব্যথা পান করে ছেড়ে যেতে দাও প্রিয় জন্মভূমি

নেশার ভিতরে নেশায়, শুধু গভীর হয়ে এই নেশাতুর মিথ্যায়

দয়া করে বিদায়ের আগে কোনো ভণিতা করো না,

যন্ত্রণা নিয়ে যেতে দাও, যা তোমার কাছ থেকে পাওয়া আমার একমাত্র সত্যি

বিশ্বাস করো - এই উন্নাসিক সঙ্গীত ও মাতলামো কাল সকাল হওয়ার আগেই ফুরিয়ে যাবে

সেই আশ্চর্য প্রবাল, সমুদ্রের অতল গহ্বরে লুকানো অনীল মুক্তা,  

নেশা করে এই যা কিছু পাওয়া যায়, তা দিয়ে তুমি আর এক বোতল মদও কিনতে পারবে না

 

ভালোবাসার সিদ্ধান্ত

 

যারা অন্যের জীবন নিয়ে সিদ্ধান্ত নেয় তারাই প্রেমিক

যেমন একজন শাসক তার জাতির জীবন নিয়ে সিদ্ধান্ত নেন

তাই যদি তুমি সিদ্ধান্ত নিতে না পারো-

তুমি প্রেমিক বা শাসক কোনোটাই নয়

 

তোমায় বলতে হবে তোমার প্রেমকে - আমার সাথে চলো

কিংবা আদেশ করতে হবে তোমার জাতিকে - অগ্রসর হও

ভাষাটা ভিন্ন হলেও বক্তব্য একই

একজন মা ও একজন শাসকের

 

আমি তোমায় বলছি কেন তুমি সিদ্ধান্ত নেবে

আর কেন তুমি সিদ্ধান্ত নেবে না

 

তুমি তোমার প্রেম ও তোমার জাতির জীবন নিয়ে সিদ্ধান্ত নেবে

কারণ তোমার প্রেম ও জাতি উভয়েই প্যাসিভ

 

আর তুমি সিদ্ধান্ত নেবে না

কারণ তুমি ভালোবাসো গোলাম ও ঋষির মতো

 

তোমার এটা মনে রাখতে হবে

যদি তুমি একটা সুস্বাদু ফলের গাছ হও

সবচেয়ে টসটসে ফলগুলিই আগে ঝরে যাবে তোমার

আর এভাবেই জরায়ু ছিঁড়ে নতুন ফল বের করে আনবে তুমি।

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন