কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

রোশনি ইসলাম

 

কবিতার কালিমাটি ১০৫


অন্দরমহল

 

মৎস্য-শিকারির জালে হাঁসফাঁস

মাছেদের দুপুর। কৃষক বউ

মাটির উনুনে কাঠ আগুন

নিয়ে ব্যস্ত। শুশনি শাকের

অন্দরমহল। হাতপাখার বাতাসে

রঙিন তরঙ্গ ভাঙতে থাকে।

 

ফ্রেম

 

ঝলমল আকাশের নীচে

গ্রীষ্মকাল চল্লিশ ডিগ্রি

                    তাপমাত্রায় ––

গল্ফ খেলায় মশগুল

                   একদল যুবকযুবতী

খেলার ধারা ক্রমাগত চলতে থাকে

কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, ফাইনাল

জয় পরাজয় হাসি কান্না

                    রঙিন জিজ্ঞাসা-ফ্রেম

 

বাঁধনছিন্ন

 

লাল-নীল ছাতার নীচে শৈশব

হেঁটে যাচ্ছে। ছুঁয়ে দেখছি।

খেজুরগাছ অক্ষরমালায় সেজে

উঠছে। শীতের ভাপা পিঠের গন্ধ।

কোনো ব্যারিকেড নেই।

বাঁধনছিন্ন উড়ে যাচ্ছি সেই

 

রূপকথার দেশে।

 

ফেরা

 

উত্তপ্ত পৃথিবীর বুকে শুয়ে থাকি।

আদিম মানুষের সঙ্গে এখনকার

মানুষের কত-কত পার্থক্য!

মাটি আর মাটি আনন্দ-বেদনার

ছবি। বিস্তৃত ভূগোল আকাশ-ছোঁয়া

মর্যাদায় স্বপ্নময় সাধ। সমুদ্রতীরে

নারকেল গাছ, পুজোর ছুটিতে

বাড়ি ফেরার আনন্দে মশগুল।

 

পর্যটক

 

পৃথিবী জুড়ে নানান পর্যটক

মানববন্ধন আনন্দ উল্লাস

রক ক্লাইমবিং, র‍্যাফটিং...

মুক্ত জীবন অনুসন্ধান

 

আড়াল

 

গাছের আড়াল থেকে কেউ ডাকছে

দৃশ্য থেকে দৃশ্যান্তর

ঝর্নার জলে ভিজে

খুঁজতে থাকলাম রহস্যময় ডাক।

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন