কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

এরনেস্তো কারদেনাল

 

প্রতিবেশী সাহিত্য

 

এরনেস্তো কারদেনালের কবিতা

(অনুবাদ : জয়া চৌধুরী 

 


কবি পরিচিতি : কবি, রাজনীতিক, পাদ্রী এরনেস্তো কারদেনালের জন্ম ১৯২৫ এবং প্রয়াণ ২০২০ নিকারাগুয়ায়। সে দেশের সান্দিনিস্তা বিপ্লবী দলের সদস্য। অসংখ্য পুরষ্কারে ভূষিত। ২০০৫ সালে নোবেল পুরষ্কারের জন্যও নমিনেটেড হয়েছিলেন। কয়েকটি কাব্যগ্রন্থের নাম  Hora 0 ("Zero Hour"), Epigramas ("Epigrams"), Oración Por Marilyn Monroe ("Prayer for Marilyn Monroe"), El estrecho dudoso ("The Doubtful Strait"), Los ovnis de oro ("Golden UFOs") ইত্যাদি।

 

Salmo 1 (স্তব ১)

 

সেই মানুষ কৃপাধন্য যিনি পার্টির শ্লোগান অনুসরণ করেন না

তার মিটিংগুলোয় উপস্থিত থাকেন না

গ্যাংস্টারদের সঙ্গে এক টেবিলেও বসেন না

ওয়ার কাউন্সিলের জেনারেলদের সঙ্গেও বসেন না।

 

সেই মানুষ কৃপাধন্য যিনি নিজের ভাইয়ের বিরুদ্ধে চরবৃত্তি করেন না

হাইস্কুলের সহপাঠী সম্পর্কেও তথ্য পাচার করেন না।

 

সেই মানুষ কৃপাধন্য যিনি বিজ্ঞাপন পড়েন না

সেগুলি রেডিওতেও শোনেন না

তাদের শ্লোগানগুলিতেও রাখেন না বিশ্বাস

শেষে তিনিই হবেন ঝরনার পাশে প্রোথিত সেই বৃক্ষের সমান।

 

[২০০৫]

 

Se oyeron (ওরা শুনেছিল)

 

কাল রাতে ওরা কয়েকটা

গুলির শব্দ শুনেছিল

 

কবরখানার পাশ থেকে

শুনেছিল ওরা।

 

কেউ জানে না ওরা

কাকে অথবা

কাদের হত্যা করেছিল।

কেউ কিচ্ছু জানে না।

 

কাল রাতে ওরা কয়েকটা

গুলির শব্দ শুনেছিল।

 

ব্যস এটুকুই।

 

[১৯৬১]

 

Uno se despierta con cañonazos (কামানের শব্দে যার ঘুম ভাঙে সকালবেলায়)

 

আকাশ বিমানে বিমানে ছয়লাপ

 

দেখে মনে হচ্ছিল

বিপ্লব ঘটেছে

 

কিন্তু এটা ছিল অত্যাচারী শাসকের

জন্মদিন। 

 

Imitacion de propercio (প্রপার্টিয়াসের অনুকৃতি)  

 

স্ট্যালিনগ্রাদের সমর্থনে আমি

গাই না কোন সঙ্গীত

মিশরের ঘন্টাধ্বনি নিয়ে নয়

সিসিলি দ্বীপে অভিবাসীদের অবতরণ করা নিয়ে নয়

রাইন নদীতীরে ঘটে যাওয়া প্রথম ক্রুসেড নিয়ে নয়

জেনারেল আইসেনহাওয়ারকে নিয়েও নয়-

 

কেবল গাই একটি নারীর

জয়ের গাঁথা।

 

 

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন