কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

জয়া ঘটক

 

কবিতার কালিমাটি ১০৫


অপেক্ষা

 

সম্পূর্ণ জীবন শুধু তাই তো করি! এর শেষ নেই কেন?  নির্ভেজাল হৃদয়ের জন্য বসে আছি আঁচল বিছিয়ে কত জন্ম, জন্মান্তর থেকে!

শুধু এক শিস্ শুনেছি  মাত্র! বাকি?  থাক না!

 

স্মৃতি হাতছানি দেয় অতীত ভ্রমণের জন্য। বর্তমান

হাত চেপে ধরে। তাই স্মৃতিগুলোকে ভাঁজ করে রেখে দেই থাকে থাকে। অবসর পেলে খুলে দেখবো ভেবে!

 

কিন্তু,  সময় কোথায়? কত কাজ বাকি? অপেক্ষা!

আবার শিস্ শুনি। এবার শেষ হোক! আর কত?

চলো হাতে হাত রাখি। হৃদয়ে হৃদয়! শুরু হোক নতুন জন্ম। আবার ডাকো। এই বসন্তে যদি পলাশ রঙের ঢেউ খেলা করে তবে স্মৃতির ভাঁজ খুলবো!

 

কথা দিলাম!  আমি কথা দিলাম...

 

ভূমি

 

গ্লানি জমে জমে ধ্বসে যায় অবিরত।

পলিমাটির মতো...অমানবিকতা

কাঁদায় না আজ আর এত ...ধর্ম

নয় ধর্ষিতা হন মা আমাদের যখন

বুকের পাঁজরে আঘাত লাগে তখন।

 

রাজনীতির চাপান-উতোরে পাই ব্যথা

এভাবেই লেখা হবে মানুষের মৃত্যুর গাথা।

 

নীরবতা

 

একটা সময় কিছু ভালো লাগে না। শুধু স্মৃতি কাজ করে যায়  আনমনে একাকিত্বের বেড়াজালে।

 

 

 


1 কমেন্টস্: