কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

লক্ষ্মীকান্ত মণ্ডল

 

কবিতার কালিমাটি ১০৩


আকণ্ঠ বিদ্যুৎ তোমার উলটো পিঠে
 

 

 ক - কলস ভেঙে নেমে আসে শিকার 

 

কেউ কি জানতো  কিছুদিন বিলাপ করার পর  - 

অবহেলা জমে যায়, সুড়ঙ্গ করে চলে শূন্য থেকে নেমে 

আসে মোহ  -  পলিপাথর আর রক্ত মাংসের মধ্যে সংযুক্ত 

নদীতে নীল যুগান্তর - সেখানে সমুদ্রের উপস্থিতি ধরে রাখে উত্তাপ -

যখন কাকটি ডেকেছিল, দরজা খুলে বেরিয়ে এসেছিল 

প্যারামিটার, 

আমরা তো বদলাতে চাই নি - তবু কলস কাঁখে উঠে আসে 

যৌনরমণী

 

শূন্য : এবার তুমি কী ভাগ করবে ভেবে নাও 

 

 খ - খবর চলে যাচ্ছে আহ্লাদ চলকে 

 

চাল শুকনো করে তুলে নেওয়ার পর  - পড়ে থাকা চালে 

কাক এসে বসে - থেকে যাচ্ছে  হাওয়ার ছোঁয়া  আর ঘরামির 

বাটালির শব্দ; কয়েক ফোঁটা জলের জন্য মেঘ উড়ে যাচ্ছে -

কাকটি দেখে নিচ্ছে আকাশের রং; এসব লৌকিক ঘটনার 

মাঝে ছাউনি তৈরি হয়ে যাবে কাল - ছায়া থেকে ছায়ায় ডেকে 

যাবে কাক - 

আমি আবর্জনার বানান শিখতে শিখতে কাটিয়ে দিই 

স্বপ্নকল্পনার আহ্নিকগতি

বরণের মান বার করো  

 

কাক : এবার তুমি ত্বরণের মান বার করো 

 

 গ - গান ভেঙে ভেঙে  ভেজা মোহ  দুর্যোগ 

 

হলুদ পাখিটি এসেছে আবার -  কিন্তু এ মৃত্যু নয়, সব 

উপকূলের জন্য  যেমন দরজা খোলা থাকে,  তেমনিই  - 

আমার কোন দোষ নেই, কতজনই যে তার প্রিন্ট আউট নিয়ে 

মাধ্যাকর্ষণের দিকে তাকিয়ে থাকে - ভাসায় ছাউনি আঁকা 

পাতা - 

মহৎ ঘাসের ডগায় ফেলে দেয় পালক  - সমস্ত মিথুন রাশির 

ওম্ বিকিরণ হয়ে যায় - 

রাস্তা পার হয়ে যাই আমরা  - তবুও কেউ কোথাও যাচ্ছি না  

 

মৃত্যু : তবে তুমি এত অস্থির হও কেন - 

 

 ঘ - ঘরের ফ্রেমে মহাকাশ 

 

জিজ্ঞাসা যদি ফুল হয় তবে বুকের যুঁইগুলো উন্মুক্ত হয়ে যায় - 

স্বাদ আর গন্ধের অনুকূল অর্কিড ঝুলতে থাকে মহার্ঘ লাবণ্যে  

তবুও নদীর পাড় ভেঙে গেলে ঘোলাজলের ধানখেতে ঘুরপাক  

খায় মাছের দিবাস্বপ্ন;  তবুও পৃথিবী গোল আর রোদের 

প্রভাবে আলো হয় চিকচিক  -

এ ফ্রেমের ভিতর রং করতে করতে ওড়ে আকাশ, দু’পক্ষে 

ভাগ হয় ইলেকট্রন  

আমি দিগন্তের দিকে তাকিয়ে গিলছি শিরদাঁড়ার উলটো পিঠ-  

 

জন্ম : তারপর খাদ জড়িয়ে জড়িয়ে খুলে দেখ কম্পনের ভার 

 

 ঙ - সুড়ঙ্গ টেনে নিচ্ছে পেন্ডুলাম 

 

নিউট্রনের ভিতর পৌঁছে দেওয়া গেল অন্তরারে  - নিস্তড়িৎ 

হয়ে যাচ্ছে নিরন্নতা, অন্ধকারের অপেক্ষায় ডানাগুলো সমস্ত 

নোট পুড়িয়ে দেয়; গা মা পা নি রে সা রে সা সা  - মৃদুল গান 

গাহিয়া বাতাস জেগে ওঠছে সান্দ্রতায়  

রিমি ঝিমি প্রহরে কী বেজেছিল জানি না;  ক্যাকটাস, আরো 

নেমে এসো কাছাকাছি  

সমুদ্রের নিচে পড়ে থাকা অবহেলায় বাইফোকাল চশমা দ্যুতিমান  

 

মহাশূন্য  : আশা রেখে না আর, টলটলে দিঘির বাঁধন। 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন