কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

ইন্দ্রাণী সরকার

 

কবিতার কালিমাটি ১০৩


বিস্মৃতির অতলে

 

রূপকথারা কবেই হারিয়ে গেছে

বিস্মৃতির অতলে।

পরিযায়ী প্রেম নিঃশব্দে ফিরে যায়

আপন নক্ষত্রলোকে।

একটা অসমাপ্ত কাব্যের মত 

বিরান ভূমিতে ভালোবাসা পড়ে থাকে

একরাশ ঝরা ফুলের মত।

তবু তার সূত্র ধরে নিভু নিভু

শিখায় কাঁপে ফেলে আসা

মধুর মুহূর্তগুলি।

 

 

প্রত্নতাত্ত্বিক  

 

ডুয়ার্সের জঙ্গলে শান্ত নিঃস্তদ্ধ চড়া

অস্ফুট বকফুলেরা বিস্মিত দৃষ্টি নিয়ে

তাকিয়ে থেকে থেকে ম্লান হয়ে আসে

যেন নিদ্রায় ঢলে পড়ে পাপড়িগুচ্ছ।

ভালোবাসার অভিনয়ে বিলুপ্ত রাতের

বিপরীত বিনিময়ে মৌনতার প্রতিলিপি

সম্পূর্ণ এক শরীর বিশ্বপরিক্রমায় ক্লান্ত

সাফল্যের চূড়ায় পরাজিত প্রত্নতাত্ত্বিক।

 

 

চরাচর  

 

মাঝরাতে দূর থেকে শোনা যায়

ঝিঁঝিপোকার ডাক

কিছুক্ষণ পর পর এক একটা দূরপাল্লার ট্রেন

রাত্রির নৈঃশব্দ চিরে হারিয়ে যাচ্ছে।

 

দূর পাহাড়তলীতে তখনো কিছু আলো

নিভু নিভু হয়ে জ্বলছে।

 

কিছু অস্থায়ী দোকানপত্র ধীরে ধীরে

স্টল বন্ধ করে ফেলছে।

 

মেঘ নেমে এসেছে পাহাড়ের মাথায়

গাছের পাতায় হাওয়ার শোঁ শোঁ শব্দ।

 

মায়াময় চাঁদের আলো গায়ে মেখে

ঘুমিয়ে পড়ে স্তব্ধ চরাচর।

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন