কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

নীলাব্জ চক্রবর্তী

 

কবিতার কালিমাটি ১০৩


মাংসের কাছে গিয়ে দেখেছি পতাকা

 

অথচ তোমার ভেতর সারাদিন

পড়ে যাওয়া গান

স্লো মোশানে 

সম্পর্ক নামের একটা বোতাম

কেমন রোদে 

গভীর

অর্থাৎ

দুটো লাল জানলা

আমি তো জুলাই ভেবে

মাংসের কাছে গিয়ে দেখেছি পতাকা

সবার আঙুলে চোয়ালে

একটাই গল্প

গড়িয়ে

সেতু এক আশ্চর্য চেতনায়

হরফ বসেছে তার কিছু কিছু গায়ে...

 

 অগাস্ট

 

গতকালের ফেলে রাখা ছায়া

আজকের ঝুম বৃষ্টিতে গলে গেলে

ধ্বনির দাগটুকু

কার আয়না ফিরিয়ে দিচ্ছে

শরীরের ভেতর যে কথাগুলো

চলে যাওয়া

অর্ধোত্থিত একটা দুটো মুহূর্ত

শান্ত খুব

ফিজিক্যাল

অথচ নির্দিষ্ট করে বলতে গেলে

ওখানে অগাস্ট

কিছুটা কৌণিক হয়ে নেমে আসে...

 

 যেসব মাদারিপুর ক্রমে

 

নির্মিত স্মৃতি

এই নামে

কোনও কোনও ধাতব বাক্সের ভেতর

যেসব মাদারিপুর

ক্রমে

আলো অবধি

আর অপেক্ষা করছে না অভিমান

ওই কাঁচা ফ্রেম

অর্থাৎ

বেলজিয়ান কাচে

কেন যে

বৃষ্টি

কোথা থেকে সাদাকালো হয়ে এলো

মনের শরীর ভাগ হয়ে এলো...

 


4 কমেন্টস্: