কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

ময়ূরিকা মুখোপাধ্যায়

 

কালিমাটির ঝুরোগল্প ৮৭


নিষাদ

 

প্রতিবার, কি প্যাডের সামনে বসলে বড্ড অসহায় লাগে নিষাদের। শব্দের উৎস হাতড়াতে হাতড়াতে একসময় মনে হয় কোন অতলে তলিয়ে যাচ্ছে... সেখানে অলকানন্দা আছে কি না জানা নেই, তবে হয়তো একাকীত্ব আছে। নিঃসঙ্গতা আছে তাই নিজস্বতা খুঁজে পেতে খুব একটা অসুবিধা হয় না।

এখন প্রশ্ন হচ্ছে, কে এই নিষাদ?

হতে পারে একটা ছেলে, ভাত-মাছের ঝোল খাওয়া একটা খুব সাধারণ ছেলে!   ডালহাউসির গাছের ছায়ায়, যে একদিন হঠাৎ করেই দেখতে পেয়ে গেছিল, ওর মতই দেখতে কোনও একজনকে...

হতে পারে একটা মেয়ে!

ইমেলের ইনবক্সে বাতিল হয়ে যাওয়া চিঠি জমিয়ে রাখা যার শখ।  

আবার হতে পারে কেউ না, কিচ্ছু না!   

গোলোযোগটা হল  তখনই, যখন এই তিন নম্বর নিষাদকে, এক নম্বর নিষাদ দেখেছিল। সেই যে ডালহৌসির ছায়ায়, বাতিল হওয়া চিঠির ভাঁজে...

ফুটপাথের ধুলোদের মতো, ব্যাকস্পেস মেরে মেরে, মাস-মাইনের শূন্যগুলকে দায়িত্বমুক্ত করা হয়েছিল এরপর।

কিন্তু তবুও কিছু ইনবক্স, অপ্রাসঙ্গিক হতে পারছে কই?

উল্টে চড়া সুদের হারে হয়তো কোথাও, ফাঁক ফোঁকড় পেলেই থাকে থাকে জমা হচ্ছে শুধুই অপ্রাপ্তি...

বিপরীত অভিমুখে ক্রমে, গুরুত্ব বাড়ছে, তিন নম্বর নিষাদের।  

কেউ না... কিচ্ছু না...

ভুল তবু হচ্ছে 

গোলমরীচের মত করে যখন আটকে রাখার চেষ্টা চলছে বৃষ্টির দানাদের। প্রতিবাদের ব্যারিকেডগুলো যখন জাপটে ধরতে চাইছে প্রশ্নচিহ্ণ

কেউ না... কিচ্ছু না...  

ক্লান্ত শব্দবন্ধনীর ধাক্কা খেয়ে খেয়ে তখন স্বেচ্ছা অবসরে...

নিষাদদের তখন ভীমপলাশী হওয়ার সময় ধুয়ে দেওয়ার জন্য তখন আর বেহালার ছড় লাগে না সংকুচিত খিদেই তখন যথেষ্ট

এইভাবেই একদিন তিনজন নিষাদ সাবধানী পায়ে পথে নামে হাত ধরে একে অপরের হাত মুঠো করে যেই গলা ছাড়তে যাবে...  

ওমনি...  

ওমনি...

ওদের চোখে পড়ে একে অপরের কলার

নিষাদদের আর চিরাগ হওয়া হয় না

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন