কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯

মারিও বেনিদিত্তি




প্রতিবেশী সাহিত্য


মারিও বেনিদিত্তি’র কবিতা  
   
(অনুবাদ : জয়া চৌধুরী) 






কবি পরিচিতি :  

১৯২০ সালে উরুগুয়েতে জন্ম কবি ঔপন্যাসিক সাংবাদিক মারিও বেনেদেত্তির। ৮০টির বেশি গ্রন্থ প্রণেতা মারিওর লেখা ২০টি ভাষায় এতাবৎ অনূদিত হয়েছে। ‘ত্রেগুয়া’ বা ‘চুক্তি’ তাঁর সবচেয়ে বিখ্যাত উপন্যাস। অসংখ্য পুরস্কারে ভূষিত মারিও প্রয়াত হন ২০০৯ সালে।  


Talantes (মেজাজেরা)


একজন সুখী
পুরুষ
একটি সুখী
পুরুষদের
কোরাসের চাইতে
ঢের বেশি কিছু
একজন দুঃখী
পুরুষকে
অন্য কোন
দুঃখী
পুরুষের মত
দেখায় না


En la razón (কারণের ভেতর)


কারণের ভেতর
কেবল সন্দেহ ঢুকে যাবে যে
ওদের কাছে চাবি আছে।


Pequeñas muertes (ছোট ছোট মৃত্যু)


স্বপ্নেরা হল ছোট ছোট মৃত্যু
অগ্রিম পাওয়া মৃত্যুর অভিজ্ঞতাগুলোকে হাতসাফাই করে সরায়
এর বদলে জাগরণ দেখে আমাদের মনে হয়
একটি পুনরুত্থান এবং সন্দেহের বশে
আমরা ভুলে যাই কতদিন আগে দেখেছি স্বপ্ন
তার আগুন তার গুহা তার চূড়ান্ত সম্ভোগ
তার জয় তার আতংক এতকিছু সত্ত্বেও
স্বপ্নেরা হল ছোট ছোট মৃত্যু
তাই জাগরণ যখন এসে পৌঁছয়
এবং মুহূর্তে বিস্মরণ ঘটে স্বপ্নের
সে হয়ত বলতে চায় যা নিয়ে আমরা উদবেগ করি
তা হল মৃত্যুকে বিস্মৃত হওয়া
মনে হয় এটুকুই





0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন