তারিখ
খুলে ফেলতে
তারিখ এক পাখি পড়ছে
হাওয়ায়
যে যতদূর স্বচ্ছ ও
ভেদযোগ্য স্মৃতি
গাণিতিকভাবে
এইসব কাঠ ও
ধাতুগন্ধের মধ্যে সারাদিন
জ্বর অথবা নগ্নতা
খুলতে খুলতে
কবিতার পুরনো বইতে
এই আমার চামড়া
হাইওয়ে বরাবর
বাদামী অক্ষর হয়ে
স্থির ঘষতে
চোখের বাইরে সেরে উঠলো চোখ
ব্যাকস্টেজ
নরম জল বারবার দৃশ্য করছে এভাবে...
ভ্রমের কথায়
যে রাস্তাটাকে ভাষা বলে ডাকছি
তার জানলার মাপে
আমাদের দিনগুলো বড় হয়
ভ্রমের কথায়
দৃষ্টি আর স্নায়ু পর্যন্ত
এই ব্যূহ
এই কাঁচের উপনিবেশ
আঙুলে জড়িয়ে নিচ্ছে কেউ...
ভেঙে ফেলা ছায়ায়
পুরনো আয়নায়
রোদে ভেজা কবিতার
কয়েকটা লাইন
ফলো করছি
ধাতব সেই জলপাইরঙা
ঘোরে
একটা
একটা
ভেঙে ফেলা ছায়ায়
হরফকে
কখন যে ভাষা বলছি
কন্ট্রোল লজিক বলছি
শরীরের ভেতর চলে
যেতে যেতে
সরল যে বক্ররেখাটির
সাথে
আঙুলে আঙুল
ফ্লার্ট করা ছোট ছোট
দিন
তুমি খুব শ্রেণী হয়ে
যাও...
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন