কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯

কৃষ্ণা দাস




গাঙচিল


ফিরিয়ে নাও এই ছেঁড়া পাতার কাব্য
   এই  বিবর্ণ সুখ
         অতৃপ্ত আহ্লাদ                  
                নিদারুণ প্রতারণা
ফিরিয়ে নাও এই ধ্বস্ত সামাজিকতা
    এই নির্ঘুম সঙ্গত
        অশিষ্ট আত্মপ্রচার         
              অবেলার সপ্তডিঙা

এসব ফিরিয়ে নাও
শুধু রেখে দাও
এক অতলান্ত স্বপ্নাচারী গাঙচিল মন
শরীর ছাড়িয়ে আকাশের গায়ে বিলাসী মেঘের মতো উড়ে যাব



মেঘালয় থেকে


দূরে নীচে দাউকি নদী
সিঁড়ি নেই প্রায় সন্তর্পণে নেমেই
ঝকঝকে পরিষ্কার জলে নুড়ি পাথরের শৈশব লাফাতে দেখলাম
আশ্চর্য নীল আকাশের ছায়া এ জলে পৌরাণিক স্তবগান এঁকেছে
দেখলাম পাড়ের বহুপ্রাচীন পাথরগুলি রতিক্রিড়া ও অর্গাজমের বেসামাল চিত্র হয়ে স্থির
আমাদের এখন এসব দেখা ছাড়া কিছুই করার নেই
যেহেতু
পাড় নয়
নুড়ি নয়
নীল নয়
আকাশও নয়
আমরা আমাদের স্বচ্ছতা হারিয়েছি



ত্যাগ


ডালপালাহীন গাছেদের সারি দু’পাশে রেখে  
আমি ফিরে যাচ্ছি পৌরাণিক উপাখ্যানে
বাতাসে ঘোর লাগা বর্তমান লুটায় পথে
মৃগশিশু আপত্য পায়েতে লুটায়
সমস্ত অরণ্যময় ধ্বনি ওঠে
ত্যাগ ত্যাগ ত্যাগ
ত্যাগ পথ করে দেয়
আমি যাচ্ছি শুধু যাচ্ছি
যাচ্ছি...




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন