কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯

রোশনি ইসলাম




জীবন-জার্নাল


সন্ধ্যা নেমে এল
       ঘড়ির কাঁটায় ৬-টা বাজছে
সূর্যাস্ত হয়ে গেল
             সে নিঃশব্দে সাঁকো পেরিয়ে
             ল্যাম্পপোস্টের নিচে চুপচাপ দাঁড়িয়ে
                                     নানান ভাবনায়     

হঠাৎ মোবাইলে শোনা যাচ্ছে
           তার ব্যাকুল কণ্ঠস্বর
                 জীবন-জার্নাল।



ছুটে যাচ্ছি


শনিবার রবিবারের সকাল থেকে রাত্রি
     পুরোদমে আড্ডা আর মজা
ছোট্ট ছেলে মেয়েরা
নাচ গান লুকোচুরি
             খেলায় মশগুল।
আউল বাউল উতল-হাওয়ার গান
               ঝড় বাদলের রাত
                    ছুটে যাচ্ছি



বাজছে


ডানাজোড়া খুলে রেখে বসে আছি
ঘরের এক কোণ থেকে অন্য কোণে
             তৃষিত বর্ণমালার ছটা
কলিং বেল বাজছে
             বাজছে ঘুঙুর বসন্তবেলায়।



নদী


মেয়েটি কুচিপুড়ি নাচছে
মাথায় জলভরা পাত্র
যথাযথ ব্যালান্স
         নাটকীয়তা।
দুদিকে পাহাড় চিরে
       বয়ে যাচ্ছে নদী



বসন্ত বাতাস


সেই ব্রিজের নিচে রাস্তায় অসংখ্য
মানুষের জটলা। ক্লান্তিহীন
ছুটে যাচ্ছি, বসন্ত বাতাস বয়ে যাচ্ছে।
ধোঁয়া বিজ্ঞাপন ঘূর্ণিঝড় আলোর ঝলকানি –––
শিফন-শাড়ির উজ্জ্বল চমক তরুণীটির
ফিরে চাওয়া তরুণটির দিকে।



পেন্ডুলাম


হিমেল কুয়াশায় ভিজতে ভিজতে
বাস ধরলাম। চাঁদের আলোয়
তখন রামধনু রং। ঘড়ির কাঁটায়
তোড়জোড় চলছে। যাওয়া-আসা।
মুক্ত পৃথিবীর বুকে সারি সারি দোলনায়
দুলতে দুলতে একদিন পেন্ডুলাম হয়ে যাই।






























   


        

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন