কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯

রাজেশ যোশী




প্রতিবেশী সাহিত্য


রাজেশ যোশী’র কবিতা  
   
(অনুবাদ : মিতা দাস)  





কবি পরিচিতি :  
রাজেশ যোশী একজন জনপ্রিয় হিন্দি লেখক, কবি, সাংবাদিক এবং নাট্যকার,  যিনি ভারত জাতীয় দৈনিক একাডেমী পত্রিকার সাহিত্য একাডেমী দ্বারা প্রদত্ত 'দ্য পঙ্কতিয়নকে বীচ' কবিতাগ্রন্থের জন্য ২০০২ সালে সাহিত্য একাডেমী পুরস্কার লাভ করেছিলেন। তাঁর জন্ম ১৯৪৬ সালে নরসিংগড়, মধ্যপ্রদেশে।
পঙ্কতিয়নকে বীচ, কিস্সা কোতাহ, নেপথ্যে হংস ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থ।


মেরে ফেলা হবে  

যারা এই পাগলামিতে যুক্ত নয় 
মেরে 
ফেলা 
 হবে 

যারা বিরোধিতা করবে,  কাঠগড়ায় দাঁড় করানো হবে,
যারা সত্যি কথা বলবে,  
মেরে 
ফেলা
 হবে 
বরদাস্ত করা যাবে না কোনও জামা ও কারুর জামা...
‘ওদের’ জামা থেকে বেশি উজ্জ্বল ও 
দাগহীন জামা যার যার,
মেরে 
ফেলা
 হবে 

ঠেলে দেয়া হবে ওদের শিল্প সাহিত্যের জগৎ থেকে বাইরে,
যারা চারণ না 
যারা গুণগান করবে না,
মেরে 
ফেলা
 হবে 
ধর্মের ধ্বজ হাতে তুলে যারা যাবে না মিছিলে 
গুলিবর্ষণে ওদের বিদ্ধ করা হবে, কাফের বলা হবে 

সবচেয়ে বড় অপরাধ এই  সময় 
বিনা অস্ত্রে থাকা ও নিরাপরাধী হওয়া 
যারা অপরাধী নয়
তাদের 
মেরে 
ফেলা
 হবে

                    
অতিরিক্ত জিনিসের মায়া

বাজারে যাই দরকারি কোন জিনিস 
আনতে
কিন্তু গছিয়ে দেয়া হয় আরো একটা জিনিস একবারে মোফতে 
সেই জিনিসের আমার কোন দরকার ছিল না 
কিন্তু নেবো নাও বলতে পারা গেল না
ব্যাস,
সেই এক মুহূর্তেই আমি ধরা পড়ে
গেলাম 
সেই অতিরিক্তর জন্য দরকারি  জিনিসগুলোর মাঝে 
একটু জায়গা করে নিলাম 
দরকারি জিনিসের জায়গাটা একটু ছোট
হয়ে গেলো 
অতিরিক্ত জিনিস মনের দুর্বলতাগুলি চিনে নেয় 
লোভ ধীরে ধীরে পা ছড়াতে শুরু করে 
একটা অতিরিক্ত অন্য আরেক অতিরিক্তকে ডাকে 
আবার দ্বিতীয়টা তৃতীয় অতিরিক্তকে ডেকে 
জায়গা করে দেয় 

একদিন সব জায়গা 
অতিরিক্ত দিয়ে ভরে যায় 




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন