প্রেম
রোদ্দুর চলে যাবে।হাতছানি দেবে ফ্যাকাসে সময়।
ধন নয়, নয় জীবন। না ঘর, না ভয়, না কোনো দরজা।
শ্বাসের সূতো বেঁধে থাকবে শুধু তোমার শ্বাসের সঙ্গে!
মা
পৃথিবীর সবথেকে প্রাচীন বাসা মায়ের কোল!
সন্তান যেন কোকিল!
পাখা বের হলেই বাসা ভেঙ্গে উড়ে যায়!
ডাক
খেলতে গিয়ে হারিয়ে গেছে আমার দুই ভাই। ও মা, আর পড়বে কত? চলো ওদের খুঁজতে যাই। বাবা কখন আসবে মা? রাত যে গভীর হলো। খিদে পেয়েছে খুব গো!
মা! সবাই একসাথে খাবো চলো।
বান
যতই তীব্র হবে নীরবতা
শব্দের উচ্ছ্বাস ততই বাড়বে।
যত তীব্র হবে ভালোবাসা
মিলনের আকাঙ্ক্ষা ঝড়
তুলবে দেখো!
Darun likhechen mam
উত্তরমুছুন