কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

রঞ্জন মৈত্র

আবার যদি


()

ইচ্ছে কার
যেন কার আসার আশায়
আবার দু'বার এসে পড়ে
ঢেউখেলানো শব্দটি ফটোশপ থেকে
আয়না কার
তুমি কি তোমার মুখ আগেভাগে এঁকে রেখেছিলে

()

সহজাত ভেলা
জলের নির্মাণ হবে বালিচকে
উটমুট পায়ের ভীড়ে
জায়গা খোঁজে পেনসিল রাবার তেলরং
কি হবে খেলার নাম
শুদ্ধ মিশ্র আটমাত্রার আঁধিতাল
আবার পৃথিবী সে তো অন্য আয়না অন্য সারনেম
তুমি কি তোমার মুখ আগেভাগে এঁকে রেখেছিলে


সোজা অক্ষর

যখন সহজ হচ্ছ
ঝুমঝুমি সকাল ও কলমের স্নিকার রাগিনী
দূরের পাওয়ার নামিয়ে রেখেছো দূরে
ধ্বনি থেকে বাঘ ও নদীটি এলো
তিতোতরু শব্দটি জন্মাতে জন্মাতে
কচিপাতা চলে গেল নিমগাছ ছেড়ে
পায়ের তলায় যত হয়তোরা
পা ফেললে জানো নাই জানো নাই

গাছ পেরিয়ে যায় লোকাল বাস
লোডশেডিং পার হয়
সবখানে ছড়ানো মাদল
শূন্যথালায় নামে দুধসাদা দ্রিদিম  
অন্ধকার মা হচ্ছে
শিশু চশমার পায়ে ছোট ছোট কথাকলি
তিমির প্রতিমির
বাসের জানলাগুলি কি সহজ খাতা ও অক্ষর

                   

1 কমেন্টস্: