কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

রুণা বন্দ্যোপাধ্যায়

নারী

সাদা ক্যানভাসে মূক আঁচড়
ভাষাহীন রূপটানে মগ্ন তুলি
ধরাদেবকিদেবনা দোটানায়
পূর্ণ হল না অবয়ব

মূর্ত মুখ কিছু বিমূর্ত অঙ্গপ্রত্যঙ্গ
আয়ত চোখের হলুদে গাঢ় বঙ্কিমতা
ছুঁড়ে দেওয়া প্যালেটে অনন্ত রক্তক্ষরণ
বুকের খাঁজে গাঢ় হয়ে আসে রক্তকরবী

থেমে থাকা তুলির স্বপ্ন
বিরহের কিছু কারু ও কাজ
তবু সরলরেখায় ধরা দিলে না তুমি নারী


পুরুষ

ধূসর ক্যানভাসে বিশ্বাসের ভিত
খুঁড়ছে প্রাচীন শিকড়
স্বপ্নপাগল শাখাপ্রশাখা
বসন্তে সবুজ সংশ্লেষ
রঙমাতাল হয়ে ওঠে ক্যানভাস

সরলরেখায় ক্রমশ বক্রতা
তুলিরই টানে
বৃত্তের দায়
তোমারও কিছু আমারও
তবুও তুলি অধিকারমদে মত্ত

ফিরে দেখা পুরনো বসন্ত
দেহজ রঙের খেলা
কিছুটা হৃদয় নিয়ে এতখানি বেলা
তোমার পূর্ণতায় যেটুকু বাকি
সেটুকু আমার

দ্বিমাত্রিক বন্ধনে অসহায় ক্যানভাস
বেবাক বদল তুলছে ত্রিমাত্রিক ছন্দ
বৃত্তকে পরিসীমা দিলে
এখনও স্বপ্নপাগল কেন্দ্রমুখী পুরুষ


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন