কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

উমাপদ কর

টুকরো কবিতা


(১)

হাতের ছায়া তো বাড়াবেই
    মৃদু, মন্দ
       শেষটা কঠিন, শীতলও

তার আগে ছোঁও মৃদু,
       কারেন্ট কাঁপানো
      যেন ছোঁওনি তো
    তবুও কাঁপন!

    ভূ কাঁপলে
       কোথায় দাঁড়াবো মন্দে
   ছায়ার চকিতে!
         ছায়াও যে কাঁপছে নীল

শীতল দাঁড়াও একবার
     আমিই ছোঁয়াই অনেকটা ওম
          কোমল শরমে

(২)

একটু ভেতর থেকে দেখা
     রেখা রেখা
         উড়ালপুলগুলো
 
  নেমে আসে উড়ে যায়
       ফেলে ফেলে
         মাগো-সমানছায়া
 
ঘুরি ফিরি লাট খাই
    নেমে থেমে
       এদিকের এপাশে
 
সবাই পেরিয়ে যায় ছায়াতুল
       শুধু আমি
          না-পেরোনোদেশে

(৩)

ফুসফুসে মাকড়শার জাল অনুভব
    আড়াআড়ি গমনে সে
       আমারও অনুগমন

রক্তকণিকা খায়না
  থাকে পোকা প্রতীক্ষায়

লালা ঝরে
  বাড়াতে বাড়াতে জাল
     মস্তিষ্ক প্রদেশে

ওখানে অনেক পোকা থাকে
      নড়েচড়ে

(৪)

বেহালা পড়ছে
   ব্যথাসংসার
   গ্রামার বই-

নামতার পাতাগুলো
   চিবিয়ে খাচ্ছে
       ঢেকুর তুলতে যাওয়া কামান

আমি কী করব বুঝতে না পেরে
      গরুকে প্রণাম
         খুরে খুরে

বাঁশি সাবধানে ফুঁটো থেকে
     ঠোঁট তুলে নেয়
   পলকে



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন