কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

পায়েলী ধর

সামগান

(১)
  
মরশুমগুলো -- ঘুমগান ঝরে পড়ছিল
ভেজা বর্ষাতি টিউনিকের সোঁদা গন্ধ মুছে
এঠে এলো কাঁধ বরাবর
বর্ষা ভাগ হল
এবং নিষিদ্ধ সমস্রোত
বসন্তকে মালা পরাবে বলে
দুটো লিপগ্লস - দুটো লাইনিং মাসকারা - দু'জোড়া ভ্রুভঙ্গ
উপচে দিল প্রজাপতি রঙে
একজন বাহার সোহাগ এখন অনায়াসে বলতে পারে
বেহাগ আমার স্পর্শজাত মেয়ে

(২)

ঋতু সপ্তাহ পেরতে থাকা ফুল
এবার নব্যজন্ম চায় কিংবা বসন্ত নাম
মোম মোম গলে যাওয়া আলকুশি দিন
নাহয় এবার বজ্র সাজবে
কোনও বারণ না মানার বিধান খুঁটে নেবে
একইরকম অন্তর্বাস-মৃগনাভি-থুতু-লালা-উদগার
বহতা স্রোত তুমি তো জানো
তোমারই বিপরীতে ওদের নাক-মুখ-চোখ একই সাঁচে আঁকা হয়
শতাব্দী দু'জন অন্য মানবীর গল্প শোনে
পুণ্যিপুকুর সাঁতরে তখন সবেমাত্র জন্ম নিচ্ছে যুগল ঈশ্বরী

(৩)

তেমন কোনও মৌরস ভিজিয়ে দেয়নি কৃষ্ণখাত
জানি ওখানেও সন্ধি ছিল
ছিল পর্দা ঢাকা অনুরাগ
হাজার অঙ্ক একের সাথে এক জুড়ে
শুধু একটা উত্তরজন্ম চেয়েছিল
কিন্তু কেবলই নিজের পুনর্জন্ম হতে থাকে
আগামী লেখে একে একে শূন্য
শূন্যে শূন্যে ক্ষয়
ক্ষয়ে ক্ষয়ে রূপান্তরের কথা


1 কমেন্টস্: