কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

রিমি দে

কালোমেঘ  

বর্ষাকাল। দোলনাটির দিকেই তাকিয়ে ছিল বৃত্ত। কাজলের অন্য একটি নাম বৃত্ত। বৃত্ত এবং কাজলকে এক বলে মনে হয় না। বৃত্তের মধ্যে কাজল ঘোরাফেরা করে

কখনো ঘন কখনো বা হালকা হয়ে ফ্যাকাশে হয়ে যায়। তখন ঐ বিবর্ণ চোখের দিকে তাকানো যায় না। মন খারাপ করে। মেঘ ছেয়ে ফেলে আকাশ। দোলনার গায়ে ঝিরঝির ঝাপটা ময়ূরের মত বৃত্ত দোলনার পেটে দুলতে থাকে। আন্দোলনে দুজন দুজনার গায়ে ঢলে পড়েবৃষ্টি তার গতি বাড়ায়। বৃত্তের ভিতর একটি আস্ত ময়ূর কুলুস্বরে নদী ছড়ায় পরিধি উপচে পড়তে থাকে। ফিফিসিয়ে ওঠে ওদের যাপন।


কালো মেঘ কথা বলে না। কাজলের কাছে যেতে চায়। কাজল চোখ খোঁজে হন্যে হয়ে। এমন চোখ! যার কোন আকার নেইনিরাকার সেই চোখের ভিতর গভীর ছোঁয়ায় কাজল বৃত্তকে মেঘ দেখাতে চায়অথচ বৃত্ত বৃষ্টি পড়েকাজল পড়তে চায় নাকাজলের অন্য নাম বৃত্ত। এক দেহএক দান।    

2 কমেন্টস্: