কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

বর্ণশ্রী বকসী

জন্ম  

শান্তির জল ছিটানো হয়
তবুও দুপুরের কোল ঘেঁষে
শুকিয়ে যাওয়া চেতনায়
যে শামুক খোল ছাড়ে
তার অস্তিত্বে ঘুণের বাসা!
রেবতী নক্ষত্র থেকে স্বাতীতে
এক ফোঁটা জল ও বালির
দ্বৈততায় মুক্তো জন্ম হয়।


মিথ

রেডওয়াইনের ধারায় ডুবে যায়
পূর্ণিমার বাসর শয্যায় সেজে ওঠা
চাঁদ, ডিস্কোথেকের উদ্দামতা ঘিরে
নাচের তাল ছিঁড়ে ভাঙে প্রেম
বরফের শীতল শরীর জুড়ে
ছড়িয়ে থাকে এক অজানা রহস্যের

ঘনীভূত মিথ!

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন