কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

রিয়া চক্রবর্তী

মনখারাপ

এই শব্দ এক্ষুনি তাকে ছুঁয়ে যাক
আজ যার সব চাইতে মনখারাপ,
অযথা শব্দবাণ ভুলে যাওয়া যাক
সাতকাহনের ঘুর্ণিপাকে বয়ে যাওয়া,
মনকুচি উড়ে উড়ে ঘর-জুড়ে বেড়াক

হাবিজাবি কত জনা কত কথা বলে
জানা অজানা মন ভাসে অশ্রুজলে
রাতচরা সব কথা ভুলে যাওয়া যাক
আনাচকানাচে থাকা আনন্দকুচি যত,
নেমে আসুক ফুরফুরে হাওয়া ঘর-জুড়ে,
এককুচি তুলে রাখি মনপরাগ মুড়ে



শব্দচিতা

শব্দের সৃজনে, ছন্দে, বিষাদে, অভিমানে,
অভিশাপের অলঙ্কারে ক্ষত বিক্ষত আজ,
পূর্বরাগের খড়কুটো দিয়ে,
সাজিয়ে নিচ্ছি আমার চিতা

হাজারো শব্দবাণের আঘাতে,
দগদগে হয়ে ওঠে গোপন ক্ষত
সাধ হয় আবারও ইচ্ছে ডানায়
ভর করে উড়ে যেতে সেই স্বপ্নের
পাহাড়ী গ্রামে সেই স্বপ্নের কুঁড়েঘরে

শেষবারের মতো আগুনের আলিঙ্গনে
পুড়ে যাক যত ইচ্ছে, অভিশাপ, অপবাদ
চিতার আগুনে মুছে যাক শেষ দাগটুকু
আগুন তার শিখায় লিখে দিক আকাশে, স্বহা

জ্বলে যেতে যেতে তবু একটা হাত খুঁজে,
তুলে দিতে চাইবো আমার শেষ ছাইটুকু
আর বলে যাবো আমার শেষ

প্রেমিকের নাম ছিলো আগুন

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন