কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

তাপসকিরণ রায়


মস্তিষ্ক

একটি ছায়া 
মানসিক তর্জমা করতে গিয়ে 
যে রেখাচিত্রগুলি উঠে এসেছিল--
সেখানেই তোমার মস্তিষ্ক। 



শুরু

শুরু 
তাই ছায়া। আবডাল। 
কিছু আন্দাজের ঢিলে লক্ষ্যভেদ হলো  
পৃথিবীতে কেউ তো আছে যে তোমার-- 
তবু কে কে? বলে হাপিত্যেশ 
নাকের ডগা থেকে মাছির ভ্রম উঠে এলো 
জড়ত্বের বীজও অজর অমর 
তুমি নিষ্ক্রিয় বেশি, কিছু কথা ঠিকঠিক 
গেঁথে যায়
পাণ্ডিত্যের মন্ত্র। 
ওই খণ্ডিত অভিশাপ, তুমি যেটা দিয়েছিলে
তুমি পার তা ছাড়িয়ে নিতে!



মনস্তর

মনস্তরতুমি নেই
স্বয়ংক্রিয় আলোক অন্ধকার তোমায় 
প্রতিফলিত করতে পারে। 
অন্ধকার মানে পরিচয়হীন,
আলোক মানে উৎস কথা,
প্রমাণিত কিছুর মাঝেও যখন
দেখ তুমি ক্রমশ হারিয়ে যাচ্ছ!     


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন