কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৩৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৩৫

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

বহতা অংশুমালী

তিনটি কবিতা

(১)

গোপন গহ্বর থেকে উদাত্ত সিংহ উঠে আসে
শুধু কিছু লহমায়
কাছে চায় কাছে চায়
সব দরজা খুলে যায়  
তার পদচিহ্ন পড়ে থাকে
শরীরের ছেঁড়াখোড়া ঘাসে

(২)

সেকেণ্ড-হ্যাণ্ড সোফাটাকে আমরা নিজের করব বলে
ঝেড়েছি মুছেছি
কিসের দ্রবণ হলে লেগে থাকা ডাইনির চুল
শুয়ে থাকা সরীসৃপ প্রেমিকের আঁশ মুছে যাবে
খুঁজেছি কিনেছি মাখিয়েছি
তোমাকে ডেকেছি  
ভালোবাসাবাসি ওই সোফাটার গায়ে
এই সবই সোফাটাকে আমরা নিজের করব বলে

(৩)

কালকে গভীর রাতে ঝুপঝাপ বরফ পড়েছে
আমাদের সমস্ত কর্ষণে
শৈলশহরে -
আজকে আবার কত হাতে হাতে কাজ
অথচ ঘুমোচ্ছ তুমি, একে বুঝি একাকীত্ব বলে
বোধ হয় প্রেম এর নাম ঠাণ্ডায় উষ্ণ শরীর
কাচের জানালা জুড়ে ভাপ তোলা উষ্ণ কিছু কথা
কিছুক্ষণ সহ্য করে আঁকুপাঁকু তোমায় জাগাই

চা খাবার ছলে   

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন