কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

রত্নদীপা দে ঘোষ

সমুদ্র ২৪

তোমার মাটিতেই বইতে থাকি গো সমুদ্র
তোমার জলে ক্ষেত হই থকথকে
বাইতে থাকি ধান পরমান্ন
দোঁয়াশদুধের যৌবন

ও সমুদ্র
তোমার গোঁড়ায় তেল জল প্রতিদিন
পাথর ঘষে ঘষে সিঁদুরের কলোনি

ও সমুদ্র
তোমার শাঁখাপলার সন্ধে
রাত বাড়লেই ডাকাতি করব
তোমার শঙ্খধ্বনি


সমুদ্র ২৫

যত ভয় পাই তত তুমি দুর্দান্ত

মনে মনে অভিশাপ দিই
উচ্ছ্বাস তোমার মরে যাক
জল আর জলের সাফল্য
যাক শুকিয়ে

তীব্র বিবাহের পর
ঝরে যাবে ভয়
দুদণ্ড বিশ্রাম নেবে  
সিদ্ধ পুরুষের প্রপাত


সমুদ্র ২৬

সমুদ্রযাত্রায় মুছে গেছে দুষ্টুবালক

অনন্ত বিধবায়
হারিয়ে গেছে মাসি তার
সূর্য সরে গেছে
অস্তরোদের বারকোশে


3 কমেন্টস্: