কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

রেটিনা রশ্মি

ব্যঞ্জনা

বৃষ্টির গালিচা অপেক্ষা জমানো
কানামাছির উল্লাসে মালঝাঁপ
চাঁদের ভর মাটির বুক ক্লান্ত
লবণ হ্রদে উপোসি ছায়া ফেলে
ভেংচি কাটছে বিনয়ী আয়না
দেশলাইয়ের ফুসফুসে বারুদ ক্যান্সার
উপবিষ অন্তরের শক্তি যোগানে
ঘড়ির কাটায় কেটে যাচ্ছে সময়ের আত্মা  
অকারণে মনখারাপের দরজা খোলা
হাওয়া বসে ঘামছে দূরে...
ঘরের চতুষ্কোণ জুড়ে এ কিসের ভাবনা!
কোনো ঘুমন্ত শিকড় ডালপালায় পিছনে ফেলছে আমাকে!  
শুধু জেগে আছে প্রশ্ন উত্তরের ব্যঞ্জনা।


আত্মশুদ্ধি


চোরাস্রোত - অতীত
বসে আছি : অপেক্ষা নয়
বিপন্ন স্বপ্নের ধূসর জনপদ দেখছি
বিষাক্ত শরীর টেনে ছড়িয়ে আছি এলোচুলে
গোলাপী দরজা বন্ধ; পুড়ছি
প্রতিটা ছাইয়ে আত্মশুদ্ধি


আবার ফিরে দেখা
রঙিন মায়ায় কচি হাত
বীণার তন্ত্রে জেগে - সপ্তর্ষি
নিস্তব্ধ আবেগ জ্যোর্তিময়ী আলোয়
তারপর... বৃষ্টি এলো  
বৃষ্টির ফোঁটায় শুদ্ধ আত্মা







0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন