কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

অনুপম মুখোপাধ্যায়

পৌষসংক্রান্তির মেলা : ১টি পুনরাধুনিক কবিতা  


লম্বা লম্বা ঘাস পেরিয়ে। মেলার প্রতি হচ্ছি
লম্বা ১টা নাগরদোলা ঘুরছে
হাওয়ার পিঠে সেঁটে আছে
বাতাসসোনার হিমভেজা বুক
জঘন্য। বিচ্ছিরি। কালো
নাগরদোলা
ফুচকাওলার কাচে। তার
ছায়া ঘুরছে
নাইলন ওগো নাইলন প্লিজ দ্যাখো
বিবেকহীন। মেলা
ধুলোধুলোধুলোধুলোধুলোধুলো
আর
পেরেক ঘুণ ভেজা পাটা মর্চে খেয়ে আছে
স্বচ্ছলতার ঠিকে দিকে
পশারীদের কেচ্ছা স্বেচ্ছা থাকছে না




4 কমেন্টস্:

  1. Tomar lekha ekhono ja poreche tar theke onek alada mone holo Anupam. Please keep it up ...

    উত্তরমুছুন
  2. Tomar lekha ekhono ja poreche tar theke onek alada mone holo Anupam. Please keep it up ...

    উত্তরমুছুন
  3. আহা! যত পড়ছি, ততই অনুপমে মুগ্ধ হচ্ছি।

    এই যে ধুলোধুলোধুলোধুলোধুলো … এ যেন প্রচলিত কবিতা আঙ্গিককেই ধুলো করে নতুনতর কাব্যভাষা নির্মাণেরই ইঙ্গিত।

    আবার বলি অনুপমীয় কাব্য নতুন মাত্রা আনছে বাংলা কবিতায়।

    উত্তরমুছুন