কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

দীপঙ্কর বেরা

হেঁটে চলা   

শুকনো পাতায় পা ফেলে ফেলে
চলা অভ্যাস করছি,
মেঘেরা ঠিকানা বদল করে
যখন তখন উপচিয়ে পড়ছে
জল বিভাজিকায়;
ঘরকুনো ধুলো প্রশ্রয় পেয়ে
কখন যেন পাহাড়ের গায়ে গায়ে পাথর হয়ে গেছে
আমাদের ব্যাকরণ আর সূত্র মানে না
বেপরোয়া শ্লোগান আজও ভদ্রতার মুখোশে
দাবদাহ আহ্বান করে
অঝোরে বৃষ্টি ঝরায়
আবার কাশফুলের বন পেরিয়ে
পাতা ঝরায়;
আর মুখে মুখে ফেরে বসন্ত শৈলী
মচমচ শব্দের বকলমে
তারাদের খসে পড়া দেখি,
কিশলয়ের গা বেয়ে শিশিরের শব্দ হয়
ফসল তোলা মাঠে পচনের গন্ধ ভেসে আসে
বুকের ভেতরে এত্ত বড় আকাশ
টের পেতে পেতে সময় পেরিয়ে যায়
এবার উঠব পুষ্পাঞ্জলির সময় হলো
তাই ফুলের গোছা হাতে
সেই গাছের গোড়াতেই এসে পৌঁছেছি


আপাতত
যারা এসেছিল
যারা আসবে,
তাদেরকে ধরে রাখতে
ধরিয়ে দিতে
লৌকিকের আপাত অবস্থান

দখল পালন আর সঞ্চয়
জীবনের খুঁটি
অচেনা রাখেনি জীবন,
বৃত্তের বাইরে
ব্যবহারের বদগুণ
ভোগের দখলদারি;
আর তারা হয়ে গেল মৃত্যুর ব্যবসায়ী
আসছে ভয় পাওয়া
আসবে ভয়হীন রক্তনেশা;
বার বার কেটে যাচ্ছে লৌকিক সুর

পৃষ্ঠা ছিহ্নভিহ্ন
ঊর্ধ্বাকাশে শূন্য আগামী,
ধরে রাখা ভাঙছে
ধরিয়ে দিতে কাঁপছে শব্দব্রহ্ম
বাকবিতণ্ডায় অবস্থান
জন্মের নিত্যতা
আমি এসেছিল
আমি আসব
আর আমি আছি

আগুয়ান

ভাবলাম এই তো শুরু
এত তাড়া কিসের?
দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে থাকল
চলতে থাকা চলতেও থাকল
অবস্থান তার জায়গা খুঁজে নিল।

সমান্তরালে গাছে পাখি ডেকে যায়
চাঁদের রূপ তার সীমা দখল করে
খুবলে খাওয়া তৃপ্তির ঢেকুর তোলে
এক্ষুণি বিষমরেখা টানতেই হবে
না হলে দেরি হয়ে যাবে।

কেউ ডাকলে যাবই
না-ডাকলেও যাওয়া বসে থাকে না,
হাত লাগিয়ে উচ্চারণে সামিল হতেই হয়
না হলে আমি-কে চিনতে পারা
বড্ড কষ্টের হয়ে যায়।

তাই তাড়া দিই
ওঠ ওঠ, এবার উঠে পড়।





0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন