কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

পলাশ দে

তৃতীয়

তোমার স্তনের ভেতর বারুদ ঠাসা আছে
গোপন খবর

ভেজা দূরবীন থেকে হাসছে সমুদ্র
ডাকে, চোখ চোখ

প্রতিপক্ষের ঘ্রাণ থাকে না
ঘুমের আগে আলো আসবে,
ফাটবে, একা
বাঙ্কারে... রান্নাঘরে

তুমি তখন তুমি বাঁশি ভাবছিলে
সমস্ত কুচকাওয়াজ নাকি ধ্বনি

জল আর ডানা আর তুমি জল আর ভাঙা আর তুমি?


প্রদর্শনীশালা

যোনি ফিরিয়ে নিচ্ছি এই যে প্রদর্শনীশালা
কুকুর ও মালিকের দিকে ক্ষয়রোগ

দু’ এক গরাস মোম ছায়ার ডগায়   
খিদে খিদে প্রতিটা ঘুমের গল্প
কাঁপন আর ফেরত আসা পা

যোনি ফিরিয়ে দিচ্ছে মন্ত্র
ওইইই চলে যাচ্ছে... ঢলে... বেঁকিয়ে

কোথাও শীৎকার জন্মাচ্ছে না

লুপ্তপ্রায় বারান্দাটার নাম, লিঙ্গ


নির্ভয়া

চিরে যেতে যেতে রক্তমন্থন  
ঢুকে যাওয়া রড যুদ্ধ নয় আদর ভেবেছিল
মুঠোয় ছেঁড়া ঘাস আরও ছিন্ন নেশা
মোম মোম ধ্বনি মোম ব্যোম দরবার
তোমার নাম নির্ভয়া
লিঙ্গরসে দুনিয়ার বীজ
আমার বয়েস...

তর্পণ করে যায়

4 কমেন্টস্: