কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

অমৃতা মজুমদার

টিপ টিপ কথা


(১)

নিজের ছায়ার সাথে আলিঙ্গনের রাতে
চন্দ্রাহত আচ্ছন্ন অরণ্যে
হেঁটে যেতে দেখলাম সভ্যতার ধোয়া মোছা শব


(২)
                       
অভ্যাস তাই স্বপ্ন আসে
একটা পালক ঝবে জেনেই
পোড়া ছাদের ফিসফাসে
কত রকম আলগা চাওয়া
বইয়ের ভাঁজে গোলাপ কাঁটা
কাল ফাইনাল এক্সাম


(৩)
                      
বন্যা ধোয়া পলির ওপর ছুটছে ঘোড়া
এক দুই আড়াই পায়ে নৌকা গড়া
রাজার ঠোঁটে ঝুলছে হাসি
শেষরাতে চন্দ্রালোকে মহীয়সী 
এমন মিথ্যে করলে ইতিহাস


(৪)
                         
বাক্সবন্দি সংখ্যাগুলো
হিসাব করে প্রেম বেঁধেছে
গণ্ডি ভেঙে যুক্ত হয়ে ভাগ হবে না
গুন হবে সব রাশি রাশি


(৫)
                           
ছকের ওপর পা রাখতেই দেখি
সাদায় কালোয়
গাছের ছবি সারি সারি
পায়ে পায়ে
এমনভাবে আকাশ পানে কালি ছুঁতেই বুঝেছিলাম
কাজল নয়
পোড়া ভাতের ফ্যান জ্বলেছে
যুগান্তরের হাতে
এখন রেণু মাখা হাতের ভাঁজে
ণু পরমাণু নেই কোথাও
খিদের গন্ধ আছে হৃদয়ে
বিজ্ঞান বলে আলো আসে সোজা পথে
আমার সবই বাঁকা লাগে ভীষ


(৬)
           
এখন বর্ষা নয়
তবু অন্ধকার ভিজে গন্ধ লেগে আছে ঠোঁটে
আমি শরীর হয়ে পার হতে  চাইছি
পুড়ে যাওয়া জলের দাগ
ও পথে আসেনি কেউ
আবার ছায়ার লোভে
কাল রোদ্দুরে লাফিয়ে যাবে অপেক্ষা
তবু বৃষ্টি আসবে না
এখনও বর্ষা নয়


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন