কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

ইন্দ্রজিৎ দত্ত

অনুব্রতা

পুজোর শেষ থেকে উঠে আসছে প্রণাম
কে দিলো উলু
কে বাজাচ্ছে শাঁখ
মেয়েটি তো ফিরে গ্যালো পাতার গভীরে
কয়েকজন রঙ প্রেমিক ছাড়া
আর কারো কথা মনে নেই
ফিরে আসার দিন ধার্য হলে
আমরা ফের ঘুমিয়ে পড়েছি
তারপর ঘরভর্তি কাচ
কোল থেকে গড়িয়ে যাচ্ছে উল
কোল থেকে গড়িয়ে যাচ্ছে শীত


কনসার্ট

যে মেয়েটা প্রায়ই বইবাজারে আসে
খোঁজ নিয়ে দেখেছি সে অক্ষর চেনে না
ট্রপিক্যাল কালি ও কলমে
বিগত বয়ফ্রেন্ড তাকে বুঝিয়েছিল
রাজবাড়ীর রহস্য
সেইথেকে সে প্রচ্ছদকারিণী
স্কুলবাস নিয়ে বেড়াতে যায়
আপাততঃ কারো প্রেমিকা না সে
দরজা খুলে গেলে
উঠোনে আছড়ে পড়বে ঘুড়ি,
মেয়েটি জেনে গেছে
ফুলদানি ভেঙে যাবে
আঙুল কাটা সুতোয়
মেয়েটি এখন জানালা পাহারা দেয়


ভুরিভোজ

বিবাহবার্ষিকীর পরেই
লুঠ হয়ে যায় সম্পদ
তুমি কোতোয়ালিতে গেলে
তুমি দায়ের করলে ব্যথা
সেতু নির্মাণ হলো
রান্নাঘর থেকে ছিটকে গেল চাঁদ
মাংস হচ্ছে



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন