কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

সোনালি বেগম

শুভস্য শীঘ্রম্


ছুটি শেষ হতে আরও কয়েকদিন বাকিচঞ্চল, বরুণ, রুবি, নিশা ঝর্নার কোলে  আরও কিছুটা সময় চাইছিলশৈলশহর অপরূপ ধরমশালা, রাজা ধরমচাঁদের নাম থেকেই এই নামকরণদিল্লি থেকে ৫২৫ কিমি দূরত্বে সকাল ৯টার বাসে ছুটে এসেছে ওরা চারজন গন্তব্য হোটেল শিবালিক, ধরমশালাওক, পাইন, দেবদারুর ছায়ায় মায়াবী পরিবেশ
‘আপার ধরমশালায় ম্যাকলয়েডগঞ্জ’
‘জানিস তো, ম্যাকলয়েডগঞ্জকে ভারতের লাসা বলা হয়’
‘এখানে গুরু দলাইলামা একসময় থাকতেনকাছেই তিব্বতি মিউজিয়াম
‘ভাগসুনাথ মন্দিরের কাছে এই ঝর্নাকে সাক্ষী রেখে চল মালা বদল করি আমরা’  চঞ্চলের এই চাঞ্চল্যকর কথা শুনে ঝর্নার জল বোধহয় আরও একটু উচ্ছল হয়ে উঠল সযত্নে রামধনু তৈরি হলোএই হৃদয় বিনিময় উৎসবে বেজে উঠল সপ্তসুর নীল আকাশের নিচে স্বাধীন চারটি সত্তা বেছে নিল তাদের পথচলার সাথী। বরুণ-রুবি আর চঞ্চল-নিশার বিরল অভিজ্ঞতার শৃঙ্গ-দর্শন শুরু হলোদিন, ক্ষণ, গ্রহ ও   নক্ষত্রের বিচার না করেই তাদের এই শুভকাজ সুসম্পন্ন হলো 

দৈনন্দিন জীবনে সোম, বুধ, বৃহস্পতি, শুক্র ও রবিবারকে শুভবার বলা হয়। আবার শনি ও মঙ্গল অশুভবাররাহুকাল ও কালরাত্রিতে যাত্রা নিষেধ। তাই কি? কে জানে!  
‘শুভস্য শীঘ্রম্, অশুভ কালহরণম্’ বরুণ সবাইকে অভয় দিলো 
ব্যক্তিসত্ত্বার মুক্ত বহিঃপ্রকাশই হলো স্বাধীনতা সুস্থ সামাজিক জীবন-যাপন। আলোয় ফেরা, দিগন্ত উন্মোচন। বরুণ, চঞ্চল, রুবি ও নিশার বয়স চল্লিশ-পঁয়তাল্লিশের আশপাশ চলছে

‘মেয়েদের জীবনে ইস্ট্রোজেন হরমোন বিরাট ভূমিকা পালন করে
‘যতদিন স্বাভাবিক মেনস্ট্রুয়েশান চলে ততদিন ডিম্বাশয় থেকে নর্মাল মাত্রায় ইস্ট্রোজেন নির্গত হয়’
‘ইস্ট্রোজেন হরমোন হার্টকে রক্ষা করে’
‘অবশ্য অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে বা তামাক জাতীয় কিছু সেবন করলে হৃদরোগ থেকে রেহাই পাওয়া বেশ মুশকিল’
‘ডার্লিং, রুবি-নিশা, এসব গল্প এখন একদম নয়চল, মনের পরিচর্যা করি’ চঞ্চল  ক্যামেরায় সদ্য তোলা কিছু উজ্জ্বল ফটোগ্রাফ দেখাতে থাকল
এই মুহূর্তে চঞ্চল-নিশা, বরুণ-রুবির কাছে জীবনই হলো অমূল্য সম্পদ 

ধরমশালা থেকে ৬-৭ কিমি দূরে সেন্ট জন্স চার্চ। ১৮৫২ সালে নির্মিতব্রিটিশ ভাইসরয় লর্ড এলগিনের মৃত্যুর পর তাঁকে এখানেই সমাধিস্থ করা হয়েছিলআজ ওরা ধরমশালা থেকে ৪৫ কিমি দূরে কাবেরি লেক ঘুরতে যাবে

পাহাড় জঙ্গলে ঘুরতে ঘুরতে কখন যেন ওরা চারজন পৌরাণিক মতে প্রথম মানব মনুর আলয় মানে মনুআলয় অর্থাৎ মানালি ভ্রমণের অঙ্গীকার করে বসল। পাহাড়ের কোলে ছোট ছোট পাহাড়ি গ্রামে আপেল-চেরির বাগানে আরও কয়েকটা দিন নিখোঁজ হয়ে গেল ওরা।    
    
   

   





0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন