কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

২৫ রাজেশচন্দ্র দেবনাথ


অক্ষরমালা

ধাঁধানো ব্যথায় ধীর পায়ে আসে ছায়া
অশ্রু মোচনের রুমালে গত জন্মের ধ্রুপদী ঘাম
মিছে লগ্ন পেরিয়ে অবদমিত
                    সমস্ত কৌতূহল

আলোর ডগায় ধ্যানরত ইন্দ্র
উপদ্রুত বায়নায় আদিহাত
                  গুঁড়ি গুঁড়ি হাসিতে
গলায় ঝুলিয়ে নেয় অক্ষরমালা   


স্মৃতি
অনুভবের তরতাজা সন্ধ্যায়
                    অনাবিল রহস্য
বিপ্লবের বায়ু পেরিয়ে মুচকি প্রত্যাশা
মুঠিতে গুঁজে নেয় ক্ষত আগুন
খাঁচাভর্তি রঙিন মন্তব্যে
অন্তর্লীন মধ্যরেখার ব্যর্থতা 

দীর্ঘ পায়ে হেঁটে
বড্ড কাতর স্বপ্নের ফাতনা,
চুপচাপ লালন
কাচের পরিবারে গল্পের দৃশ্যগুলো গুনে
পাতার সূচিপত্রে আনে নবান্নের নীরবতা   


প্রশ্রয়
আলোকবর্ষ জুড়ে কর্পোরেট উপাদান
রোজ প্রস্তুতিহীন হাওয়ায়
নেমে আসে চশমা বানরের উৎপাত
আনন্দ শেষে শূন্যস্থানে লোক হাসানো প্রশ্রয়
ক্রমশ গোমতীর প্রতি ঢেউয়ে
                 সরে যাচ্ছে বিজ্ঞাপনের জট
পশ্চিম বেলায় শ্যাওলার জীবাশ্ম
কুলীন শিশির অন্ত্যমিল ভেঙে    
হাত বোলায় গদ্যের শিরা উপশিরায়

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন