কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

২২ অনিরুদ্ধ আনজির


মাথার ভিতর ছায়া ফেলে মঙ্গলের চাঁদ
 
ঝর্ণার কলতানে বাস ছুটছে,
            জননদীর পথে লোহিত ধোঁয়া
                               ঘুমঘুম সুরে নৃত্যরত
চোরাই পথের সবুজ গলিতে
                       কে ফিউনেরাল বাঁশি বাজায়?
মধুবনে ফেনিল রক্ত ফেরি করে মন্মথ?
মাথার ভিতরে ছায়া ফেলেছে মঙ্গলের চাঁদ
শিশুর কাছেই জমা রেখেছে মা,
                               তার বর্তমান ঘুম
কোনো মাঝরাতে সবুজ গলিতে যখন
                        বাঁশির সুর ঘুম কেড়ে নেবে
                                          তখন,  
মাথার ভিতর আবার ছায়া ফেলবে মঙ্গলের চাঁদ
এককালের শিশু,
                ঝর্ণার কলতানে ছুটে চলা বাসে বসে
ঘুমঘুম চোখে লোহিত ধোঁয়ায় ঢেকে দেবে চারপাশ




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন