কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

১৫ শফিউল আজম মাহফুজ


দীপ্তিহীন বেঁচে থাকা

গোলাপের গন্ধ আর গোলাপে নেই,
যন্ত্রণায় নেই যন্ত্রণা
যেমন ভালোবাসায় নেই কোনো ভালোবাসা

মরতেও আর লাগে না ভালো,
মরণে তো আর মরণ নেই!

শুধু আছে দীপ্তিহীন বেঁচে থাকা
শুধু আছে খণ্ডিত আকাশ
শুধু আছে নির্লজ্জ বোকা চাঁদ



উৎপাতহীন মিথোলজি
 
তুমিও অবিমিশ্র নও, সেও ছিল না
বস্তুতঃ কেউই থাকে না
তথাপি অনভ্যস্ত মন খুঁজে ফেরে,
পৌরাণি কাহিনীর পৌরাণিকতা বোঝে না

আর আমার মন জানোই তো পুনরাবৃত্তি-প্রবণ
বারবার শুধু চর্বিত চর্বণ
তাই অধুনাতম লেখায় বেড়েছে
বিস্ময়সূচক চিহ্নের ব্যবহার

নব্য ভাববাদী কিংবা উত্তর-আধুনিক তোমরা তো জানোই
আমার লেখা মানে হাতসাফাই সব ভেল্কিবাজি
তাই এসব লেখায়
ইঁদুরের যতটা উৎপাত ততটা মানুষের নয়

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন