কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

১৭ নীতা বিশ্বাস


টিনলাভ


হরবার book ঢাকা শিহরণ
ঘরবার, বই জানে কতবার
         ঝড় ওঠে বুকে
ঝড় বাইকস্পিডে
কোচিং ফেরত আলগা সন্ধ্যা
পিঠবোচকা টুক গুঁজে নিল
স্মাইলিখাম ভ্যালেন্টাইন
গিফট্‌ভ্যালু পকেট যেমন
রেষারেষ হ্রেষারেশ যতটা
              উচ্চকিত
বাকি সব করে রব ডাস্টবিনে
খুনটুন
ঠিক-ভ্রমরটা ডেনিমের দামে
রিস্টব্যান্ড বাজুবন্ধ ওয়াইলড স্টোন
হিম্যান ঠিকানা,
হাই!   ফাটাফাটি আমন্ত্রণ

1 কমেন্টস্:

  1. কবিতাটার নাম থেকে বিস্তারে শব্দরাজির কোলাজ চমৎকারভাবে অক্রিয় রেখেছো। বোঝাতে পারলাম কি ? পরিমিত ক্রিয়া কবিতায় লবণের মতো লাবণ্য আনে। অতিরেকে তাই বিষময় হয়। তুমি একটু লবণ মেশাও।

    উত্তরমুছুন